চরফ্যাশনে বীজডিলারদের নিয়ে কর্মশালা

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » চরফ্যাশনে বীজডিলারদের নিয়ে কর্মশালা
বুধবার ● ১২ অক্টোবর ২০২২


চরফ্যাশনে বীজডিলারদের নিয়ে কর্মশালা

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

চরফ্যাশনে হারভেষ্টপ্লাস এর সিবিসি প্রকল্পের সহায়তায় বাকেরগঞ্জ ফোরাম এর আয়োজনে জিংক ধানের বীজ বাজারজাত করণ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ অক্টোবর) সকাল ১০টায় ডাকবাংলোর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, বাকেরগঞ্জ ফোরামের নির্বাহী পরিচালক জনাব শাহে আলম হাং।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জনাব হাসান ওয়ারেছুল কবির, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ওমর ফারুক, হারভেস্টপ্লাসের বিভাগীয়  কো-অডিনেটর কৃষিবিদ জাহিদ হোসেন। অনুষ্ঠানে পরিচালনা করেন, বাকেরগঞ্জ ফোরামের জেলা সমন্বয়কারী মো হারুন অর রশিদ। অনুষ্ঠানে প্রায় ৪০জন বীজ ডিলার, রি-টেইলর, বীজ উৎপাদনকারী ও কৃষকগন উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা জিংক ধান ব্রি ধান-৭৪ এর মানসম্মত বীজ বিএডিসি ডিলার সহ অন্যান্যদের মাধ্যমে কৃষকদের কাছে সহজলভ্য করার তাগিদ দেন। কারন জিংক সমৃদ্ধ চালের ভাত খেলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি,  শিশু ও গর্ভবতী মায়েদের স্বাস্থ্যের উপকার হয়।
সভায় হুন্দাল সীড, ভাই ভাই ট্রেডার্স এবং অন্যান্য কম্পানির প্রতিনিধিগন  উপস্থিত ছিলেন।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২২:৫৬:৫৫ ● ২১২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ