রাঙ্গাবালীতে দু‘মুখো মহিষের বাচ্চা প্রসব!

প্রথম পাতা » পটুয়াখালী » রাঙ্গাবালীতে দু‘মুখো মহিষের বাচ্চা প্রসব!
সোমবার ● ১০ অক্টোবর ২০২২


রাঙ্গাবালীতে দু‘মুখো মহিষের বাচ্চা প্রসব!

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চর বেষ্টনি গ্রামে দুইমুখো মহিষের বাচ্চা জন্ম নেয়ার ঘটনা ঘটেছে। গতকাল রবিবার বিকাল তিনটায় ওই  গ্রামের কাঞ্চন শিকদার (৬৫) নামের এক কৃষকের একটি মহিষ এ দুই মুখো বাচ্চা প্রসব করেছে। জস্মের ৮ স্টা পর রাত এগারোটার দিকে মহিষের বাচ্চাটির মারা যায়। এদিকে এ খবর এলাকায় ছড়িয়ে পরলে ওই মহিষের দু’মুখো বাচ্চাটিকে এক নজর দেখতে ভীড় জমায় উৎসুক জনতা।
স্থানীয়রা জানায়, কাঞ্চন শিকদারে গোয়ালে বর্তমানে ৭টি মহিষ রয়েছে। বছর তিনেক আগে ওই মহিষটি ক্রয় করেন। ১০ মাস আগে এ মহিষটি গর্ভধারন করে। গতকাল বিকালে ওই মহিষটি প্রসব করা বাচ্চাটির পা, কান, চোখ এবং শরীর স্বাভাবিকই ছিলো। শুধু মুখ ছিলো দুটি এবং নাখ ছিলো ৪টি। দু’মখো এ বাচ্চাটি দেখে হতভম্ব হয়ে যায় ওই কৃষক পরিবার।
চর বেষ্টনি গ্রামের বাসিন্দা কবির মিয়া জানান, অদ্ভূত এ বাচ্চাটি দেখতে কাঞ্চন মিয়ার বাড়িতে যাই। বাচ্চাটি উঠে দাড়াতে পারেনি, শোয়া অবস্থায় ছিলো। ভালো ভাবেই শ্বাস প্রশ্বাস নিচ্ছিলো।
একই গ্রামের অপর বাসিন্দা ষাটোর্ধ্ব মকিম আলি হাওলাদার জানান, আমার জীবনে দু’মুখো সাপের কথা শুনেছি। ২পা বা ৫পা ওয়ালা পশুর বাচ্চা জন্ম নেয়ার ঘটনা দেখেছি। তবে দুই মুখো মহিষের বাচ্চা জন্ম নেয়ার ঘটনা এই প্রথম দেখলাম।
কৃষক কাঞ্চন শিকদার জানান, অনেক আগে থেকেই মহিষ লালন পালন করি। এভাবে দু’মুখো মহিষের বাচ্চা জন্ম নিবে এটা কখনো ভাবিনি। তবে মহিষের বাচ্চাটিকে বাঁচানোর আপ্রান চেষ্টা করেছি। কিন্তুব্যর্থ হলাম।
চর মোন্তাজ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য জালাল উদ্দিন জানান, ঘটনা শোনার পরে আমরা কাঞ্চন শিকদারের সঙ্গে কথা বলেছি এবং বাচ্চাটিকে চিকিৎসার জন্য পশু হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছি।

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ২৩:০০:৫২ ● ১৫১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ