দশমিনায় কারেন্ট জাল জব্দ, বিক্রেতার কারাদন্ড

প্রথম পাতা » পটুয়াখালী » দশমিনায় কারেন্ট জাল জব্দ, বিক্রেতার কারাদন্ড
সোমবার ● ১০ অক্টোবর ২০২২


দশমিনায় কারেন্ট জাল জব্দ, বিক্রেতার কারাদন্ড

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর দশমিনায় অভিযান চালিয়ে ৩লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প। রবিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর কাটাখালী এলাকায়  আভিযান চালিয়ে এ জাল আটক করা হয়েছে। আটককৃত জালের বাজার মূল্য প্রায় দশ লক্ষ টাকা।   ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল-হেলাল মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০ এর ৪-ক  ধারার লঙ্ঘনের অপরাধে জাল বিক্রেতা ইব্রাহিমকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। জাল বিক্রেতা ইব্রাহিম উপজেলার উত্তর কাটাখালী গ্রামের আ. রশিদের পুত্র।

পরে এদিন রাতেই জব্দকৃত কারেন্ট জাল সহকারী পুলিশ সুপার তুহিন রেজা এবং উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল-হেলালের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়।

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ২২:৪৭:৫৮ ● ১১২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ