কুয়াকাটায় জেলের জালে ধরা পড়লো ‘লংফিন ব্যাট ফিস’

প্রথম পাতা » কুয়াকাটা » কুয়াকাটায় জেলের জালে ধরা পড়লো ‘লংফিন ব্যাট ফিস’
রবিবার ● ৯ অক্টোবর ২০২২


কুয়াকাটায় জেলের জালে ধরা পড়লো ‘লংফিন ব্যাট ফিস’

কুয়াকাটা সাগরকন্যা অফিস॥

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে একটি ‘লংফিন ব্যাট’ নামের মাছ। এটির ওজন ৩ কেজি ৭৫০ গ্রাম। এর বৈজ্ঞানিক নাম প্লাট্যাক্স টেইরা। শনিবার রাতে কুয়াকাটা সৈকতে কাওসার নামের এক ফ্রাই ফুডস বিক্রেতার দোকানে এ মাছটির দেখা মেলে। এসময় মাছটি এক নজর দেখতে ভিড় জমায় পর্যটকরা। পরে এ মাছটি ৩ হাজার টাকায় কিনে নেয় এক পর্যটক। তবে এ মাছ সচরাচর দেখা যায়না বলে জানিয়েছেন স্থানীয়রা।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এই মাছটির প্রধান নাম ‘লংফিন ব্যাট ফিস’। এটি টেইরা ব্যাটফিস, লংফিন স্প্যাডফিশ বা গোলাকার মুখো ব্যাটফিশ নামেও পরিচিত। এটির দৈর্ঘ্যে ৬০ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে।

এমইউবি/এমআর

বাংলাদেশ সময়: ২২:৫২:৪৩ ● ১০২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ