ফুলবাড়ীতে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » ফুলবাড়ীতে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
মঙ্গলবার ● ৪ অক্টোবর ২০২২


ফুলবাড়ীতে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

ফুলবাড়ী (দিনাজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

‘শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে  দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় কন্যা শিশু দিবস পালন করা হয়েছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিনের সভাপত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিউল ইসলাম, খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ এনামুল হক।

এসময় সমাজসেবা কর্মকর্তা মোঃ আখতারুজ্জামান, ফুলবাড়ী রিপোটার্স ইউনিটি সভাপতি মোঃ হারুন-উর-রশীদ, সাধারণ সম্পাদক আল হেলাল চৌধুরী, ভিডিপি আনসার অফিসার রিতা রায়, যুব উন্নয়ন অফিসার এস,এম মনিরুজ্জামান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উপজেলা সহকারী প্রোগ্রামার ও আইসিটি অফিসার মোছাঃ তাসলিমা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক ক্রেডিট সুপার ভাইজার মোঃ আমিনুল ইসলাম, অফিস সহকারী মোঃ বাবুল ইসলাম সহ মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারী উপস্থিত ছিলেন।


এএইচসি/এমআর

বাংলাদেশ সময়: ২৩:২৬:৩৪ ● ২১৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ