নেছারাবাদে ভয়াবহ অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষয়-ক্ষতি

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে ভয়াবহ অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষয়-ক্ষতি
রবিবার ● ২ অক্টোবর ২০২২


নেছারাবাদে ভয়াবহ অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষয়-ক্ষতি

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদের কুড়িয়ানা বাজারে ভয়াবহ এক অগ্নিকান্ডে ২১টি দোকান ভস্মীভুত হয়েছে। অগ্নিকান্ডে ক্ষয়-ক্ষতির পরিমান প্রায় এক কোটি টাকার বেশী হতে পারে বলে জানা গেছে।
রবিবার (২ অক্টোবর) আনুমানিক ভোর ৫টার দিকে কুড়িয়ানা বাজারে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আটঘর কুড়িয়ানা ইউপি চেয়ারম্যান মিঠুন হালদার জানান, ওই বাজারে সুমনের ফার্নিচারের দোকানে আগুন দেখে পাশ^বর্তী ঘরের বিজয় ডাক চিৎকার দিলে এলাকাবাসি অকুস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালায়। ইতোমধ্যে আগুনের লেলিহান শিখায় স্বর্নের, রড সিমেন্ট, ফার্নিচার, রেডিমেট পোষাকের দোকান, হোটেল রেষ্টুরেন্ট, ওয়ার্কসপ, ফার্মেসী, মুদি মনোহরী,গ্যারেজ,লেপ তোষকের দোকানসহ ২১টি দোকান মালামালসহ পুড়ে যায়। এ ঘটনায় প্রায় এক কোটি দশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী সুত্র জানায়। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা অকুস্থলে ছুটে গিয়ে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট অগ্নিকান্ডের কারণ বলে ফায়ার সার্ভিস সুত্রে জানাগেছে। উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারেফ হোসেন ও নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ আবির মোহাম্মদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২২:৫২:৪১ ● ১৪৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ