পটুয়াখালীতে সামাজিক সম্পৃক্ততা সমাবেশ অনুষ্ঠিত

প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে সামাজিক সম্পৃক্ততা সমাবেশ অনুষ্ঠিত
বৃহস্পতিবার ● ২৯ সেপ্টেম্বর ২০২২


পটুয়াখালীতে সামাজিক সম্পৃক্ততা সমাবেশ অনুষ্ঠিত

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥

বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন নিয়ে পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে সামাজিক সম্পৃক্ততা সমাবেশ। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনের এ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক কামাল হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মুহিবুর রহমান। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এসএম শাহজাদা। বিশেষ অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান, প্রেসক্লাব সাধারন সম্পাদক মুজাহিদ প্রিন্স, জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি স্বপন ব্যানার্জী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানস কান্তি দত্ত, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সভাপতি অতুল চন্দ্র দাস।

সমাবেশে বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন তা বির্নিমানে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোন সাম্প্রদায়িক শক্তি যাতে আমাদের সম্প্রতি নষ্ট করতে না পারে সে বিষয়ে সকলকে সজাগ থাকার আহবান জানান বক্তারা।

সমাবেশে জেলা পর্যায়ের কর্মকর্তা, সকল উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক, পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের পাঁচ শতাধিক প্রতিনিধি অংশগ্রহন করেন।

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:০০:৩৬ ● ১২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ