মরা গরুর মাংস জব্দ চরফ্যাশনে দু’কসাই’র লাইসেন্স বাতিল, নিষিদ্ধ-৫

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » মরা গরুর মাংস জব্দ চরফ্যাশনে দু’কসাই’র লাইসেন্স বাতিল, নিষিদ্ধ-৫
বুধবার ● ২৮ সেপ্টেম্বর ২০২২


চরফ্যাশনে দু’কসাই’র লাইসেন্স বাতিল, নিষিদ্ধ-৫

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

চরফ্যাশনে রোগাক্রান্ত গরু মৃত্যুর পর জবেহ করার পর পুলিশ ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সামু কর্তৃক মাংস জব্দ করা হয়েছে। মঙ্গলবার সকালে মাংস বাজার সংলগ্ন পৌরসভা ৮নম্বর ওয়ার্ড টিপু মিয়া বাড়ি সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
বুধবার দুপুরে পৌর মেয়র মো. মোরশেদ ও কাউন্সিলর আক্তারুল আলম সামুসহ কাউন্সিলরগন মাংস বিক্রেতা (কশাই) মোহাম্মদ নোমান(৩৪) ও হারিছের লাইসেন্স বাতিল করেছেন। এই দুইজন মাংস বিক্রেতাসহ রায়হান(২৮), রাসেল(৩২) ও কবির(৩০) মোট ৫জনকে আজীবনের জন্যে মাংস বাজারে গরু জাবাই করে মাংস বিক্রি নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে।
পৌর কাউন্সিলর আক্তারুল আলম সামু বলেন, এই চক্রটির বিরুদ্ধে ইতিপূর্বেও একাধিক রোগাক্রান্ত গরু জবেহ করে বিক্রি করার অভিযোগ রয়েছে। এই বিচারকের রায়ে চরফ্যাশনে পৌর নাগরিকগন পৌর মেয়রসহ সংশ্লিষ্ট সকলে অভিনন্দন জানিয়েছেন।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২০:১০:৩৭ ● ৩২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ