কলাপাড়ায় ব্যবসায়িকে লাখ টাকা জরিমানা

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় ব্যবসায়িকে লাখ টাকা জরিমানা
মঙ্গলবার ● ২৭ সেপ্টেম্বর ২০২২


কলাপাড়ায় ব্যবসায়িকে লাখ টাকা জরিমানা

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

পটুয়াখালীর কলাপাড়ায় অবৈধ নাবিল এন্টার প্রাইজের কারখানায় অভিযান চালিয়ে এক ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের ইসলামপুর সড়কের নাবিল এন্টার প্রাইজের মালিক মো. রাশেদ মিয়াকে জরিমানা করা হয়। এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম। এসময় কলাপাড়া থানা পুলিশের এ.এস.আই বিশ্বজিৎ কুন্ডসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম বলেন,নাবিল এন্টারপ্রাইজের মালিক রাশেদ মিয়া পৌর শহরের ইসলামপুর সড়কের একটি বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে কিউট নারিকেল তৈল, বৌ রাণী মার্কা নারিকেল তৈলসহ বিভিন্ন প্রকার নকল তৈলের অবৈধ ব্যবসা করে আসছে। মঙ্গমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ব্যবসায়ী রাশেদ মিয়াকে এক লক্ষ টাকা জরিমানা করে। একই সাথে বেশ কিছু স্টিকারযুক্ত বোতল ও অবৈধ ক্যামিকেল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এসকেআর/এমআর

বাংলাদেশ সময়: ২২:০৩:০১ ● ১৪০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ