বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়লো ৩মণ ওজনের পাখি মাছ

প্রথম পাতা » কুয়াকাটা » বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়লো ৩মণ ওজনের পাখি মাছ
সোমবার ● ২৬ সেপ্টেম্বর ২০২২


বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়লো ৩মণ ওজনের পাখি মাছ

কুয়াকাটা সাগরকন্যা অফিস॥

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মহসিন নামের এক জেলের জালে ধরা পড়েছে তিনমণ ওজনের ৩টি পাখি মাছ। যার বৈজ্ঞানিক নাম ‘সেইল ফিস’। রোববার রাতে কুয়াকাটা থেকে দক্ষিণে আনুমানিক ২০কিঃমিঃ দূরত্বে সাগরে মাছ ৩টি ধরা পড়ে। পরে সোমবার বিকেলে মাছগুলো মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসা হয়। এসময় মাছ ৩টি দেখতে উৎসুক জনতা ভিড় জমায়। উপকূলের মানুষের মাঝে এই মাছের চাহিদা না থাকায় মাছগুলো ঢাকায় চালান করার উদ্দেশ্যে জনৈক মৎস্য ব্যবসায়ী ২০হাজার টাকায় কিনে নিয়েছেন। কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এ মাছ সাধরণত গভীর সাগরে বিচরণ করে। মাছগুলো খুবই দ্রুতগামী।

এনইউবি/এমআর

বাংলাদেশ সময়: ২০:৩০:৫০ ● ১২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ