মাদকমুক্ত দেশ গঠনে ছাত্র-শিক্ষকের ভূমিকাপবিপ্রবিতে জেলা পুলিশ প্রশাসনের মতবিনিময় সভা

প্রথম পাতা » পটুয়াখালী » মাদকমুক্ত দেশ গঠনে ছাত্র-শিক্ষকের ভূমিকাপবিপ্রবিতে জেলা পুলিশ প্রশাসনের মতবিনিময় সভা
রবিবার ● ২৫ সেপ্টেম্বর ২০২২


উন্নত নিরাপদ ও মাদকমুক্ত বাংলাদেশ গঠনে ছাত্র-শিক্ষকের ভূমিকা’’ শীর্ষক

দুমকি (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে ‘‘উন্নত নিরাপদ ও মাদকমুক্ত বাংলাদেশ গঠনে ছাত্র-শিক্ষকের ভূমিকা’’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় পবিপ্রবি’র অডিটরিয়ামে বিশ^বিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু’র সভাপতিত্বে আয়োজিত সভায় বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান প্রধান অতিথি ছিলেন। বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. শহীদুল্লাহ পিপিএম, পটুয়াখালীর পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম পিপিএম বিশেষ অতিথি ছিলেন। পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান, দুমকি থানার ওসি মো: আবদুস সালামসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা, বিশ^বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন অনুষদের ছাত্র-ছাত্রীবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় অনুষ্ঠানে স্লাইডের মাধ্যমে ডিজিটাল প্রেজেন্টেশন উপস্থাপন করেন পটুয়াখালীর বউফল সার্কেলের সহকারি পুলিশ সুপার মো. শাহেদ আহম্মেদ। বিশ^বিদ্যালয় শিক্ষার্থী রেজোয়ানা হিমেল’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন পবিপ্রবি’র সহকারি প্রক্টর সহকারি অধ্যাপক আবদুল্লাহ আল হাসান, বিশ^বিদ্যালয় শিক্ষার্থী সাইফুর রাফি, রেদোয়ানুল ইসলাম প্রমুখ।

এমআর

বাংলাদেশ সময়: ২২:০৯:২১ ● ১৩৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ