কলাপাড়ায় করোনায় অবদানের স্বীকৃতি পেল ছাত্রলীগনেতা অমি

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় করোনায় অবদানের স্বীকৃতি পেল ছাত্রলীগনেতা অমি
রবিবার ● ২৫ সেপ্টেম্বর ২০২২


কলাপাড়ায় করোনায় অবদানের স্বীকৃতি পেল ছাত্রলীগনেতা অমি

কলাপাড়া(পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

করোনাকালীন সময়ে বিশেষ ভূমিকা রাখায় পটুয়াখালীর কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখার সাধারন সম্পাদক মো. হাসানুজ্জামন অমি গাজীকে সম্মাননা প্রদান করা হয়েছে। রবিবার বেলা ১১ টায় কলপাড়া রিপোর্টার্স ক্লাব তাকে এ সম্মাননা প্রদান করে। ক্লাবের হল রুমে আনুষ্ঠানিকভাবে করোনা যোদ্ধা তরুন ছাত্রলীগ নেতা অমি গাজীর হাতে এ সম্মাননা স্মারক তুলে দেয় ক্লাবের সভাপতি এইচ আর মুক্তা। এ সময় কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি এস কে রঞ্জন, সাংবাদিক উত্তম কুমার হাওলাদার, সুজন মৃধা, কবির তালুকদার, নাহিদুল হক, প্রনব নারায়ণ বিশ্বাস, আরিফ শিকদার, ইমন আল আহসানসহ ক্লাবের সদস্যরা উপস্থিতি ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রাসেল মোল্লা।
ছাত্রলীগ নেতা হাসানুজ্জামান অমি গাজী সম্মাননা স্মারক হাতে পেলে সাংবাদিকদের বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারন করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য বাংলাদেশ ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নির্দেশক্রমে মহামারী করোনার সময় উপজেলার সধারন এবং গৃহবন্দি মানুষের মাঝে নিজ উদ্যোগে খাবার বিতরণ, সবজির বাজার, বিভিন্ন হাট বাজারে সচেতনতামূলক প্রচারণা করেছি। তবে বাংলাদেশ ছাত্রলীগ সবসময় সাধারণ মানুষের পাশে ছিলো, আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে তিনি জানান।
কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এইচ আর মুক্তা বলেন, আমরা ভাল কাজের সাথে সব সময় আছি এবং থাকবো। বিশেষ করে এই ছাত্রলীগ নেতা করোনাকালীন সময়ে বিনামূল্যে সবজি বাজার ও হতদরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে সহায়তা করেছেন। তাই আমাদের ক্লাবের পক্ষ থেকে তাকে সম্মাননা প্রদান করা হয়েছে।

এসকেআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:১৫:০৪ ● ১২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ