গলাচিপায় মীনা দিবস উদযাপিত

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় মীনা দিবস উদযাপিত
শনিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২২


গলাচিপায় মীনা দিবস উদযাপিত

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

‘নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা’ এই প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় মীনা দিবস-২০২২ উদযাপিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে শনিবার সকাল ১০টায় উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মীর রেজাউল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান, দীপশিখা জয়ন্তী ও মো. রফিকুল ইসলাম।এ ছাড়া প্রধান শিক্ষক মো. আবুল কাশেম, এসএম সাহিন, গৌরী রাণী, নাসিমা বেগম, সহকারী শিক্ষক মু. শাহরুখ ইসলাম, নুসরাত জাহান আনাসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা সভায় উপস্থিত ছিলেন। সভায় বক্তারা শিক্ষার মান উন্নয়ন সম্পর্কে বিশদ আলোচনা করেন এবং মীনার গল্পগুলোর শিক্ষণীয় বিভিন্ন বিষয় শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।


এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২০:০৯:৪১ ● ১৯২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ