২০০ কোটি টাকা ক্ষতি হবে পাক-ভারত ম্যাচ বাতিলে

প্রথম পাতা » খেলা » ২০০ কোটি টাকা ক্ষতি হবে পাক-ভারত ম্যাচ বাতিলে
রবিবার ● ৩ মার্চ ২০১৯


ফাইল ছবি
সাগরকন্যা স্পোর্টস ডেস্ক ॥
আগামী ১৬ জুন ওল্ড ট্র্যাফোর্ডে ভারত-পাকিস্তান বিশ্বকাপ ম্যাচ। পুলওয়ামায় জঙ্গি হামলার পর থেকেই এই ম্যাচ বাতিলের দাবি জানিয়েছে বিসিসিআই। এজন্য আইসিসির কাছে আর্জি জানিয়েছে তারা। তবে আইসিসি জানিয়েছে এই ম্যাচ বাতিল হলে সংস্থাটির তি হবে ২০০ কোটি টাকা।ভারত-পাকিস্তান ম্যাচ মানেই হাইভোল্টেজ ব্যাপার। এমন ম্যাচে দর্শকের সংখ্যা বরাবর রেকর্ড সংখ্যক থাকে। ফলে সম্প্রচার প্রতিষ্ঠানেরও বড় লাভ হওয়ার আশা থাকে। তাই এই ম্যাচ বাতিল হলে শেষ পর্যন্ত আইসিসিরই তি।

আইসিসির তথ্য অনুযায়ী, ভারত-পাকিস্তান ম্যাচে ৪০-৪৫ কোটি টাকা আসতে পারে টিকিট বিক্রি থেকে। প্রায় ১৩৫-৪০ কোটি টাকার কাছাকাছি আয় হতে পারে টিভি সম্প্রচার, বিজ্ঞাপন থেকে। সব মিলিয়ে লাভের অঙ্কটা ২০০ কোটি টাকার মতো।

নিয়ম অনুযায়ী, পুরো অর্থ আইসিসির ঘরে জমা পড়ার কথা। আর সে জন্যই বিসিসিআইকে বোঝানোর চেষ্টা করছে আইসিসি। এই ম্যাচ না হলে লোকসানের সম্মুখিন হতে পারে ভারতীয় বোর্ডও। কারণ, টিভি সম্প্রচারে বিজ্ঞাপনী আয়ে জিএসটির পরিমাণ বাড়াতে পারে কেন্দ্রীয় সরকার।

বাংলাদেশ সময়: ৩:২৫:৪৩ ● ৪৬৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ