গৌরনদীতে পিস্তলসহ ডাকাতদলের ৭সদস্য গ্রেফতার

প্রথম পাতা » বরিশাল » গৌরনদীতে পিস্তলসহ ডাকাতদলের ৭সদস্য গ্রেফতার
বৃহস্পতিবার ● ২২ সেপ্টেম্বর ২০২২


গৌরনদীতে পিস্তলসহ ডাকাতদলের ৭সদস্য গ্রেফতার

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

 

 

বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের কেফায়েতনগর গ্রামে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় দায়েরকৃত মামলায় আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে পিস্তল, ধারালো অস্ত্রসহ গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- বরগুনা জেলার আমতলী উপজেলার মৃত আমজেদ হাওলাদারের ছেলে আন্তঃজেলা ডাকাত দলের সরদার দেলোয়ার হোসেন দিলু, গৌরনদী উপজেলার চর রমজানপুর গ্রামের সেলিম সরদারের ছেলে রবিউল ইসলাম ওরফে পারভেজ, পটুয়াখালী সদর উপজেলার মৃত আনোয়ার মীরার ছেলে মোতালেব মীরা ওরফে পনু, বরগুনার তালতলী উপজেলার কাদের প্যাদার ছেলে হারুন ওরফে তৈয়ব আলী, একই উপজেলার সৈয়দ ফকিরের ছেলে আমিনুল ফকির, পটুয়াখালী সদর উপজেলার সোহরাব সিকদারের ছেলে ছগির সিকদার ওরফে সবুজ, গৌরনদী উপজেলার মাহিলাড়া এলাকার জিন্নাত আলী ফকিরের ছেলে আবুল বাশার ওরফে ফটিক ফকির।

বুধবার মধ্যরাতে অভিযান চালিয়ে ফটিক ফকিরকে পিস্তল আট রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়। এছাড়াও ঢাকার পূর্ব জুরাইন এলাকার সুমাইয়া জুয়েলার্স থেকে লুিন্ঠত স্বর্নালংকার উদ্ধার লুন্ঠিত স্বর্নালংকার বিক্রির সহযোগী শাহীন আলম নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলালউদ্দিন নিশ্চিত করেছেন। তিনি জাানন, গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সোপর্দ করা হলে আদালতের বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেফতারকৃতদের মধ্যে রবিউল ইসলাম ওরফে পারভেজ, মোতালেব মীরা ওরফে পনু, ডাকাতির সাথে সরাসরি জড়িত থাকার বিষয়ে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে| নিয়ে বৃহস্পতিবার সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম জানান, গত তিনদিন যাবত গৌরনদী মডেল থানা পুলিশের সদস্যরা দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাত দলের সদস্যদের গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান হোসেন, গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এসএম আল বেরুনী, গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত)  মোঃ হেলাল উদ্দিন।

 

 

 

এআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪২:০৬ ● ২৩৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ