কাউখালীতে ২৩পূজামন্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে ২৩পূজামন্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি
বৃহস্পতিবার ● ২২ সেপ্টেম্বর ২০২২


কাউখালীতে ২৩পূজামন্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুর কাউখালীতে এ বছর ২৩টি পূজামন্ডপে উদযাপন করা হবে শারদীয় দুর্গোৎসব। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবকে সামনে রেখে মন্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দুর্গাপূজার মন্ডপে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ও শিল্পীরা। আর কয়েক দিন পরেই শুরু হবে প্রতিমা রঙের কাজ। আগামী ১অক্টোবর মহা ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে ৫দিনব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কাউখালী উপজেলা শাখার সাধারন সম্পাদক সুব্রত রায় বলেন, পূজার প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। কাউখালী উপজেলায় এ বছর ২৩টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে। যার মধ্যে কাউখালী সদরে ৫টি, আমরাজুরি ইউনিয়নে ৯টি, সয়না রঘুনাথপুর ইউনিয়নে ৪টি, চিরাপারা পার-সাতুরিয়া ইউনিয়নে ৪টি, শিয়ালকাঠী ইউনিয়নে ১ টি।
শারদীয় দুর্গাপূজা যথাযথ মর্যাদা ও শান্তিপূর্ণভাবে পালনের লক্ষে  কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা.খালেদা খাতুন রেখার সভাপতিত্বে শারদীয় দুর্গাপূজা প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন  কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বনি আমিন,সভায় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ,বাংলাদেশ হিন্দু বৈদ্য খৃষ্টান ঐক্য পরিষদের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজায় সর্বস্তরের নিরাপত্তা নিশ্চিত করাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে প্রশাসনের পক্ষ হতে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে জানানো হয়।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:৩৮:১০ ● ১৩৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ