লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর ফের উত্তাল, ট্রলার ডুবি

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর ফের উত্তাল, ট্রলার ডুবি
মঙ্গলবার ● ২০ সেপ্টেম্বর ২০২২


---

কলাপাড়া সাগরকন্যা অফিস॥
লঘুচাপের প্রভাবে ফের উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। সোমবার সকাল থেকেই কুয়াকাটা উপকূলীয় এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে। থেমে থেমে হালকা ও মাঝারী বৃস্টিপাত হচ্ছে। সাগর উত্তাল থাকয় এদিন বিকাল থেকেই খাপড়াভাঙ্গা নদীতে ফিরে আসতে শুরু করেছে গভীর সাগরে মাছ শিকারী সহস্রাধিক ট্রলার। দু:শ্চিন্তায় পড়েছে ওই এলাকার আমন ধানসহ সবজি চাষীরা।

এদিকে বঙ্গোপসাগরে ঢেউয়ের তোড়ে পড়ে তলা ফেটে পটুয়াখালী জেলাার রাংগাবালির কোড়ালিয়া গ্রামের জাফর মাঝি একটি মাছধরা ট্রলার সাগরে নিমজ্জিত হয়েছে। মঙ্গলবার সকালে চর তুফানিয়া এলাকায় ডুবে যাওয়া এ ট্রলারের মাঝিসহ ৬ জেলের সবাইকে উদ্ধার করেছে পাশে থাকা অপর একটি ট্রলারের জেলেরা।

ট্ররার মালিক জাফর মাঝি সাগরকন্যাকে জানান, সাগর শান্ত থাকায় ট্রলার নিয়ে তুফানিয়া চরের কাছাকাছি মাছ ধরতে ছিলেন তারা। সকাল থেকে হঠাৎ সাগর উত্তাল হয়ে ওঠে। বড় বড় ঢেউ আছড়ে পড়ছিল। ডেউয়ের ঝাপটায় ট্রলারের তলা ফেটে ভিতরে পানি প্রবেশ করে অস্তে আস্তে ডুবতে থাকে। আশেপাশের জেলেরা এসে তাদের ৬জনকেই উদ্ধার করে। তবে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারের চেস্টা চলছে বলেও জনিয়েছেন জাফর মাঝি।

আলীপুর মৎস্য অড়ৎদার ও ট্রলার মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা জানান, সোমবার বিকেল থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত অধিকাংশ ট্রলার ফিরে এসেছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, উপকূলীয় এলাকায় দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ফলে পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৪৭:২১ ● ৩৫৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ