কোটালীপাড়ায় ঐতিহ্যবাহি নৌকাবাইচ অনুষ্ঠিত

প্রথম পাতা » ঢাকা » কোটালীপাড়ায় ঐতিহ্যবাহি নৌকাবাইচ অনুষ্ঠিত
শনিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২২


কোটালীপাড়ায় ঐতিহ্যবাহি নৌকাবাইচ অনুষ্ঠিত

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষ্যে  আড়াইশ বছরের ঐতিহ্যবাহি বিলবাঘীয়ার নৌকা বাইচ অনুষ্টিত হয়েছে।
শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকেই উপজেলার কালিগঞ্জবাজার সংলগ্ন খালে বিশ্বকর্মা পূঁজা উপলক্ষে আড়াইশ বছরের ঐতিহ্য বিলবাঘীয়র নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। নৌকাবাইচ প্রতিযোগীতা দেখার জন্য সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার দর্শনার্থীরা এসে খালের দু’পাড়ে ভিড় জমায়। কালিগঞ্জ বাজার প্রান্ত থেকে বুরুয়া বড় ব্রীজ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার দির্ঘ  খালে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে।
সকাল থেকেই দলে দলে দুর -দুরান্ত থেকে লোকজন এসে ভিড় জমায় খালের দু পাড়ে। নৌকাবাইচের অংশগ্রহণ করা উল্লেখ্য যোগ্য নৌকা গুলো মধ্য বাছাড়ি,জয়নাগরি,কোষা,টালী, ও ছান্দী। মাদারীপুর,গোপালগঞ্জ,কোটালীপাড়া থেকে আসে নৌকাবাইচ প্রতিযোগীতায় অংশগ্রহণ করার জন্য।প্রায় তিন ঘন্টা ব্যপি চলতে থাকে নৌকাবাইচের প্রতিযোগীতা।
টিকারা ,কারা ও কাশির, বাদ্যে যেন মুখরিত হয়ে ওঠে প্রতিটি হৃদয়। প্রকৃতির নিয়মেই পশ্চিম দিগন্তে সূর্যের আলো নেমে পড়ে, আসে অন্ধকার।মাঝি-মাল্লারা সুর দিয়ে জারি ,সারি ও ভাটিয়ালিগান গান গাইতে গাইতে চলে যায় যে যার আপন ঠিকানায়।
নৌকাবাইচ উপলক্ষে খালের দু পাড়ে মেলা বসেছে ।  দোকানপাট,মনোহরি,চানাচু,খেলনা ,নাগোরদোলা, ছ্িবর দোকান,কাশাপিতলের ইত্যাদির দোকার নিয়ে বসে আছে বিক্রেতাগণ। সবমিলিয়ে যেন বাঙ্গালীর একাটা মিলন মেলা। তবে দর্শকদের মাঝে আনন্দের তো ঢেউ লেগেই ছিল। বিগত বছর গুলোতে করানার কারণে ঐতিহ্যবাহী নৌকা বাইচ বন্ধ থাকায় এবছর আবার চালু হওয়ায় লোকজনের সমাগম খুব বেশি হয়েছে।
বুরুয়া থেকে নৌকা বাইচ দেখতে আসা  পরিতোষ বিশ্বাস বলেন, আমাদের এলাকায় নৌকাবাইচ প্রায় আড়াইশ বছরের বেশি দিন ধরে অনুষ্টিত হয়ে আসছে করোনায় দুবছর বন্ধ থাকলেও এবছর খুব লেকজন হয়েছে। নৌকাও বেশি হয়েছে। দুপুরের পর থেকেই নৌকার কুইজ প্রতিযোগীতা শুরু হয়েছে। নৌকা বাইচ দেখে অনেক আনন্দ উপভোগ করেছি।
গোপালগঞ্জ থেকে নৌকা বাইচ দেখতে আসা ক্ষনা রানী  বলেন,এ বছর দোকানপাট,লোকজন  ও  নৌকা বেশি হয়েছে । আমারা পবিবার সহ নৌকা বাইচ দেখতে আসছি । খুব মজা হয়েছে। সারা বিকেলটা অনেক আনন্দে কাটেছে আমাদের ।এ সময় গোপালগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এডভোকেট আতিয়ার রহমান, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসে  শেখ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, কলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজন বিশ্বাস”সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ,সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজন বিশ্বাস বলেন, কোটালীপাড়া উপজেলার কালিগঞ্জে নৌকা বাইচ এখনো বর্ণিল। এ অঞ্চলে বিশ^কর্মা পূজা উপলক্ষে নৌকা বাইচের মধ্যে দিয়ে মৌসুমের বাইচের সূচনা হয়। এ নৌকা বাইচের কেউ আয়োজন করেন না। মনের খোরাক মেটাতে স্থানীয়রা নৌকা বাইচ দিয়ে থাকেন। এ কারণে এখনো  কোটালীপাড়ায় নৌকা বাইচ স্বগৌরবে টিকে আছে। প্রতিবছর দূর্গা ও লক্ষ্মী পূজায় কালীগঞ্জসহ কোটালীপাড়ার বিভিন্ন স্থানে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।


এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৫৬:৫৬ ● ১৪৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ