চার দিনের টানা বৃস্টিতেপটুয়াখালীতে নিম্নাঞ্চলসহ ৫০গ্রাম জোয়ারে প্লাবিত

প্রথম পাতা » পটুয়াখালী » চার দিনের টানা বৃস্টিতেপটুয়াখালীতে নিম্নাঞ্চলসহ ৫০গ্রাম জোয়ারে প্লাবিত
মঙ্গলবার ● ১৩ সেপ্টেম্বর ২০২২


পটুয়াখালীতে নিম্নাঞ্চলসহ ৫০ গ্রাম জোয়ারে প্লাবিত

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥

নিম্নচাপের প্রভাবে টানা চারদিনের মাঝারী থেকে ভারী বৃস্টিপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে পটুয়াখালীর স্বাভাবিক জীবনযাত্রা। স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ফুট উচ্চ জোয়ারে প্লাবিত হয়েছে বেরিবাঁধের বাইরের নিম্নাঞ্চলসহ চরঞ্চল। সিডরে বেরিবাঁধ বিধ্বস্ত রাঙ্গাবালী, কলাপাড়া, গলাচিপার অন্তত ৫০টি গ্রাম প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। দৈনিক দু’দফা জোয়ারে প্লাবিত হচ্ছে এসব এলাকা। ভেসে গেছে এসব এলাকার অন্তত তিন শতাধিক ঘেরের মাছ। আমন ধানের ফসলি জমি তলিয়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছে অন্তত ৪শ’ কৃষক।

বৈরি আবহাওয়ায় কার্যত গৃহবন্ধী হয়ে পড়েছে পর্যটন নগরী কুয়াকাটায় আগত কয়েক হাজার পর্যটক। তাদের সৈকতে সাতাঁর না কাটাসহ নিরাপদে চলাচলের পরামর্শ দিচ্ছে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন।

গভীর সাগরে থেকে ফিরে আসা মাছধরা প্রায় সহ¯্রাধিক ট্রলার এখনো নোঙড় করে আছে দেশের বৃহৎ সামুদ্রিক মাছের বাজার আলীপুর-মহিপুরে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এদের সাগরে না যাওয়ার পরামর্শ দিচ্ছে কোস্টগার্ড।

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ২২:০৮:১৮ ● ১১০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ