ফেনীতে শাশুড়িকে ছাঁদ থেকে ফেলে হত্যার অভিযোগ

প্রথম পাতা » চট্টগ্রাম » ফেনীতে শাশুড়িকে ছাঁদ থেকে ফেলে হত্যার অভিযোগ
রবিবার ● ৩ মার্চ ২০১৯


প্রতীকী চিত্র
ফেনী সাগরকন্যা প্রতিনিধি ॥
ফেনীতে জামাইয়ের বিরুদ্ধে শাশুড়িকে ছাঁদ থেকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার সকালে শহরের পাঠানবাড়ি সড়কের পুরোতন রেজিস্ট্রি অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে ফেনী মডেল থানার পরিদর্শক (ওসি) আবুল কালাম আজাদ জানান। নিহত লায়লা বেগম (৫০) ফুলগাজী উপজেলার দণি আনন্দপুর গ্রামের বরকত উল্যা এলাকার কামাল উদ্দিন পাটোয়ারীর স্ত্রী। পুলিশ লায়লার মেয়ের জামাই জাহাঙ্গীর আলম সবুজকে আটক করেছে।

নিহতের দেবর জয়নাল আবেদীন পাটোয়ারী জানান, তার ভাতিজি জান্নাতুল ফেরদৗস পিংকির সঙ্গে ১১ বছর আগে ছাগলনাইয়া উপজেলার পশ্চিম ছাগলনাইয়া গ্রামের সবুজের সাথে বিয়ে হয়। বিয়ের পর সবুজ সৌদি আরব চলে যায়। গত কয়েক বছর তার ভাতিজি দুই সন্তান নিয়ে পাঠানবাড়ি সড়কের পুরোতন রেজিস্ট্রি অফিস সংলগ্ন একটি বাসায় ভাড়া থাকতো। ওই বাসায় পিংকির মা নিয়মিত যাতায়াত করতেন। সম্প্রতি পিংকি পরকিয়া প্রেমে জড়িয়ে পড়েছে বলে তার স্বামী সবুজ তাদেরকে জানান।  এনিয়ে উভয় পরিবারের মধ্যে কয়েক বার বাক বিতন্ডাও হয়।

তিনি বলেন, গত শুক্রবার সবুজ দেশে ফিরে আসে। এরপর থেকে পরকিয়া প্রেমের অভিযোগ তুলে পিংকিকে মারধর করতো সে। সকালে এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির জেরে পিংকিকে ফের মারধর করলে লায়লা বেগম বাধা দেয়। এ সময় প্তি হয়ে পাঁচতলা ভবনের ছাঁদ থেকে লায়লাকে সবুজ ধাক্কা দিয়ে ফেলে দেয় বলে অভিযোগ করেন জয়নাল। ফেনী জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) আবু তাহের জানান, লায়লা বেগমকে জরুরি বিভাগে আনা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, লাশ ময়নাতদন্তের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। নিহতের পরিবারের প থেকে মামলা করলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এফএন/কেএস

বাংলাদেশ সময়: ১৫:৫৪:৫০ ● ৩৬৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ