কাউখালীতে পিআইও অফিসে কর্মবিরতি

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে পিআইও অফিসে কর্মবিরতি
মঙ্গলবার ● ১৩ সেপ্টেম্বর ২০২২


কাউখালীতে পিআইও অফিসে কর্মবিরতি

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের অর্ধদিবস কর্মবিরতি মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো চলছে। সোমবার থেকে চার দিনব্যাপী অর্ধদিবস কর্মবিরতি শুরু করেছেন পিরোজপুরের কাউখালীর কর্মরত দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তারাধীন সংযুক্ত কর্মকর্তা-কর্মচারি কল্যাণ পরিষদের ডাকে এ কর্মবিরতি পালন করে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ভবনে দাবি সংবলিত ব্যানার টাঙিয়ে তার পাশে উপজেলা পিআইও ও তাঁর কার্যালয়ের কয়েকজন কর্মচারী অবস্থান নিয়ে বসে আছেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) জি.এম সাইফুল ইসলাম বলেন, জনবল সংকট সমস্যার সমাধান ছাড়াও তাঁদের অন্যতম দাবি হচ্ছে, দুযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তরে বিভিন্ন দপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের পদ ও বেতন গ্রেড উন্নীতকরণ করা। চার দিনব্যাপী অর্ধদিবস কর্মবিরতি কর্মসূচি আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:৫৫:২১ ● ২০৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ