ফুলবাড়ীতে আ’লীগ নেতার বাসায় আগুন দেয়ার অভিযোগ!

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » ফুলবাড়ীতে আ’লীগ নেতার বাসায় আগুন দেয়ার অভিযোগ!
সোমবার ● ১২ সেপ্টেম্বর ২০২২


ফুলবাড়ীতে আ’লীগ নেতার বাসায় আগুন দেয়ার অভিযোগ!

ফুলবাড়ী (দিনাজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম বুলুর পূর্ব গৌরীপাড়ার বাসার সামনের বৈঠক খানা ঘরে ও শয়ন কক্ষের দরজার পর্দায় আগুন দেওয়ার অভিযোগ।

মোঃ শফিকুল ইসলাম বুলু জানান, দিবাগত গতরাত ৩টায় অজ্ঞাত ব্যাক্তিরা আমার ফ্লাট বাসার বৈঠক খানা ঘরে আগুন লাগিয়ে দেয় এতে ঘরের অধিকাংশ জায়গা পুড়ে যায়। সেখানে থাকা কয়েক লক্ষ টাকার আসবাপত্র পুড়ে ছাই হয়েছে। এরপর আমার শয়ন কক্ষের দরজার পর্দায় আগুন লাগিয়ে পালিয়ে যায় অজ্ঞাত ব্যাক্তিরা। শোয়ার ঘরের পাশে দুটি মোটর সাইকেল ছিল যাহাতে আগুন লাগলে আমার পুরো পরিবার পুড়ে ছাই হয়ে যেত। আমার মনে হয় আমাকে ও আমার পরিবারকে পুরোপুরি প্রাণে মেরে ফেলার জন্য কে বা কাহারা এই অগ্নি কান্ড ঘটায়। আমার এবং আমার পরিবারের জীবন অনেক হুমকির মুখে পড়ে গিয়েছে তাই আমাদের জীবনের নিরাপত্তার লক্ষ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফুলবাড়ী থানায় এ বিষয়ে অভিযোগ করা হয়েছে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ আশ্রাফুল ইসলাম জানান, অভিযোগ পাওয়া গেছে তদন্ত চলছে। তদন্ত স্বাপেক্ষে আপরাধীকে চিহিৃত করে আইনের আওতায় আনা হবে।


এএইচসি/এমআর

বাংলাদেশ সময়: ২১:০৯:৪৯ ● ১৫৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ