বঙ্গোপসাগরে লঘুচাপ, পায়রা বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত

প্রথম পাতা » পটুয়াখালী » বঙ্গোপসাগরে লঘুচাপ, পায়রা বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত
রবিবার ● ১১ সেপ্টেম্বর ২০২২


বঙ্গোপসাগরে লঘুচাপ, পায়রা বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥

বঙ্গোপসাগর সৃস্ট সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে শনিবার থেকে মেঘাচ্ছন্ন পরিবেশ বিরাজ করছে পটুয়াখালীতে। রাত থেকে উপকূলীয় এলাকায় থেমে থেমে মাঝারী থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। বাতাসের চাপ কিছুটা বেড়েছে। স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পেয়েছে নদ-নদীর পানির উচ্চতা। বঙ্গোপসাগর উত্তাল থাকায় উপকূলে ফিরে এসেছে গভীর সমুদ্রে মাছ শিকারী অধিকাংশ ট্রলার। পর্যটন নগরী কুয়াকাটায় অবস্থানরত পর্যটকদের সর্তকর্তার সাথে চলাচলসহ সাগরে নিরপদে সাতাঁর কাটার পরামর্শ দিচ্ছে ও লক্ষ্য রাখছে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা।

এদিকে লঘুচাপের প্রভাবে উকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকা থাকায় পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ২২:২০:০১ ● ১৪৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ