বামনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন

প্রথম পাতা » বরগুনা » বামনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন
বৃহস্পতিবার ● ৮ সেপ্টেম্বর ২০২২


বামনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন

বামনা ( বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

সাক্ষরতা শিখন, ক্ষেত্রের প্রসার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বামনায় পালিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস- ২০২২। উপজেলা প্রশাসনের আয়োজনে ও  শিক্ষা বিভাগের সহযোগিতায় বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে  উপজেলা পরিষদ  কার্যালয়ের সম্মেলন কক্ষে সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু

যুব উন্নয়ন কর্মকতা সমীর চন্দ শীলের সঞ্চালনায় আলোচনায় বক্তব্য রাখেন, মাধ্যমিক কর্মকর্তা ওমর ফারুক ভুইয়া,শিক্ষা অফিসার নির্মল শীল, অতিরিক্ত পুলিশ সুপার ( সার্কেল) তোফায়েল সরকার, বামনা সরকারি কলেজ অধ্যক্ষ  মোস্তাফিজুর রহমান, মহিলা কলেজের উপাধ্যক্ষ মহসিন কবীর  প্রেসক্লাব সভাপতি ওবায়দুল কবীর আকন দুলাল, সম্পাদক নাসির মোল্লা ইত্তেফাক সাংবাদদাতা হাবিবুর রহমান। প্রমুখ।

এ সময় প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা তাদের বক্তব্যে পারিবারিকভাবে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের শিক্ষার মান অক্ষুণ রাখতে সচেতনতা বৃদ্ধিতে জোর দেন। একই সাথে সাক্ষরতার হার বাড়াতে যে সকল এনজিও কাজ করে যাচ্ছেন তাদের মনিটরিং জোরদার করার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি অনুরোধ জানান।


এইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:২৬:১৭ ● ২১৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ