পিরোজপুরে কিশোর হত্যার অভিযোগে দু’ভাইয়ের যাবজ্জীবন

প্রথম পাতা » পিরোজপুর » পিরোজপুরে কিশোর হত্যার অভিযোগে দু’ভাইয়ের যাবজ্জীবন
বুধবার ● ৭ সেপ্টেম্বর ২০২২


পিরোজপুরে কিশোর হত্যার অভিযোগে দু’ভাইয়ের যাবজ্জীবন

পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় রফিকুল ইসলাম নামের এক কিশোরকে হত্যার অভিযোগে দুই ভাইয়ের যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। বুধবার(৭ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুরের অতিরিক্ত দায়রা জজ এস, এম, নূরুল ইসলাম এই আদেশ দেন। এ সময় আদালতের বিচারক আসামীদের আরো ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলো আবুল কালাম কালু (৩৩) ও মো: হারুণ (৩৫) ইন্দুরকানী উপজেলার  দক্ষিণ কলারন গ্রামের মো: ফজলুল হকের পুত্র।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি মো: জহুরুল ইসলাম জানান, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার মো: হালিমের কিশোর পুত্র রফিকুল ইসলাম (১৩) তার মা সেলিনা বেগমের সাথে ইন্দুরকানী উপজেলায় তার মামা মোদাচ্ছের আলী হাওলাদারের বাড়ীতে বসবাস করিতেন। ২০০৬ সালের ৮ মার্চ পূর্ব শত্রুতার জেড় ধরে দন্ডপ্রাপ্ত আসামীরা রফিকুলকে বাড়ির কাছে একটি খাল পারে গলা কেটে হত্যা করে। পরে এ বিষয়ে ঘটনার দিনই নিহত কিশোরের মামা মাদাচ্ছের আলী হাওলাদার বাদী হয়ে ইন্দুরকানী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পরে ইন্দুরকানী থানার তদন্তকারী কর্মকর্তা এস আই বারী মনোরঞ্জন ২০০৬ সালের ০৫ অক্টোবর আদালতের ৫ জন আসামীকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে। এ মামলায় মোট ১৭ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আবুল কালাম কালু ও মো: হারুণ দুই ভাইয়ে যাবজ্জীবন কারাদন্ড এবং অপর তিন আসামী জামাল হোসেন, কবির হাওলাদার ও নিপুন শেখ কে খালাস প্রদান করে। রায় ঘোষনার সময় আসামী আবুল কালাম কালু আদালতে উপস্থিত ছিলেন এবং অপর আসামী মো: হারুণ পলাতক আছে।


আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ২৩:০২:০২ ● ১১৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ