পটুয়াখালীতে দুই প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে দুই প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বুধবার ● ৭ সেপ্টেম্বর ২০২২


পটুয়াখালীতে দুই প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥

ক্রেতাদের সাথে প্রতারণার অভিযোগে এলজি বাটারফ্লাই শোরুমকে ১লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পটুয়াখালী। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পন্য বিক্রয় স্টীকারে ৮৮৮% টাকা বিশেষ ছাড় দেয়ার কথা উল্লেখ থাকলেও ভোক্তাকে মাত্র ১% থেকে ৫% কমিশন দেয়ার অভিযোগ রয়েছে।
বুধবার দুপুরে শহরের সদর রোড এলাকায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানকালীন এ জরিমানা করা হয়। এসময় সিকদার ডিপার্টমেন্টালকে ১০হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পটুয়াখালীর সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম বলেন, ভোক্তা অধিকার সংরক্ষনে কাজ করছি। ভোক্তার স্বার্থ রক্ষায় এটি একটি চলমান প্রক্রিয়া।

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ২২:৩৭:৪১ ● ৩১২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ