বামনায় সহিংসতার মামলায় বিএনপি নেতা গ্রেফতার

প্রথম পাতা » বরগুনা » বামনায় সহিংসতার মামলায় বিএনপি নেতা গ্রেফতার
মঙ্গলবার ● ৬ সেপ্টেম্বর ২০২২


বামনায় সহিংসতার মামলায় বিএনপি নেতা গ্রেফতার

বামনা(বরগুনা)সাগরকন্যা প্রতিনিধি॥

বরগুনার বামনায় সোমবার রাতে হাসপাতাল রোড থেকে উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য, সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক ইউপি সদস্য সালাউদ্দীন হাওলাদারকে গ্রেফতার করেছে বামনা থানা পুলিশ।
জানা যায় গত রবিবার (৪ সেপ্টেম্বর) বরগুনা ২আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক জেলা বিএনপি’র সভাপতি মোঃ নুরুল ইসলাম মণি জেলার পাথরঘাটা উপজেলায় বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করার উদ্দেশ্যে মানিক খালি নামক স্থানে পৌছলে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে প্রতিহত করতে গেলে বিএনপি ও আওয়ামী নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে ৩৫জন আহত হয় এবং শতাধিক মটর সাইকেল ভাঙচুর ও পাঁচটি মটর সাইকেলে অগ্নিসংযোগ করা হয়। ঐ ঘটনায় আ’লীগ নেতা ও কাকচিড়ার ইউপি চেয়ারম্যান আলাউদ্দীন পল্টু বাদী হয়ে সাবেক সংসদ সদস্য মোঃ নুরুল ইসলাম মণিসহ বিএনপি’র ৯৯নামীয় ও অজ্ঞাতনামা ৩০০জনকে  আসামী করে পাথরঘাটা থানায় মামলা দায়ের করেন। আটককৃত সালাউদ্দীন হাওলাদার নামীয় আসামী না হলেও সন্দেহভাজন ও অজ্ঞাত নামীয় আসামী হিসেবে তাকে গ্রেফতার করা হয়।
পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল বাশার জানান তাকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


এইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:৪৫:০৭ ● ২৫৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ