ঝালকাঠিতে শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষচারীর আর্বিভাব উৎসব শুরু

প্রথম পাতা » ঝালকাঠী » ঝালকাঠিতে শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষচারীর আর্বিভাব উৎসব শুরু
রবিবার ● ৪ সেপ্টেম্বর ২০২২


ঝালকাঠিতে শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষচারীর আর্বিভাব উৎসব শুরু

ঝালকাঠি সাগরকন্যা প্রতিনিধি॥

ঝালকাঠিতে এই ক্ষীয়মান সমাজে জাতপাতের উর্ধ্বে সকল মানব সন্তানকে ঐক্যের বন্ধনে আবদ্ধকারী ত্রিকালদর্শী শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষচারীর ২৯২তম আর্বিভাব উৎসব উদযাপন শুরু হয়েছে। শ্রী শ্রী শীতলাখোলা ও লোকনাথ সেবা সংঘ ৬দিনব্যাপী ধর্মীয় ও সামাজিক কর্মসূচির মধ্যে দিয়ে উৎসব পালন করবে।
এ উপলক্ষে রবিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯ টায় ঝালকাঠির জেলা প্রশাসক মো: জোহর আলী আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেছেন । সকাল সাড়ে ১০টায় ভক্তদের নিয়ে মঙ্গলশোভাযাত্রা বের হয় এবং শহর প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গনে শেষ হয় । উদ্বোধনী দিনে দেশবাসীর মঙ্গলকামনায় সন্ধ্যায় প্রদীপ প্রজলন করা হবে এ ছাড়া এইদিন বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষাথীদের মধ্যে শিক্ষা উপকরণ এবং দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় ।

আরআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:২৪:১১ ● ২৩৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ