কোটালীপাড়ায় পিডিবিএফ’র এমডির দূর্ণীতি প্রতিরোধে বিক্ষোভ

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » কোটালীপাড়ায় পিডিবিএফ’র এমডির দূর্ণীতি প্রতিরোধে বিক্ষোভ
শুক্রবার ● ২ সেপ্টেম্বর ২০২২


কোটালীপাড়ায় পিডিবিএফ’র এমডির দূর্ণীতি প্রতিরোধে বিক্ষোভ

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥

পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন এর ব্যবস্থাপনা পরিচালক মওদুদউর রশিদ সফদার এর দূর্নীতি, আর্থিক অনিয়ম, সেচ্ছাচারিতা ও অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) এর চাকরীচ্যুত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
আজ শুক্রবার বিকালে কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন,  পরিচালক মওদুদউর রশিদ সফদার  একক সাব ঠকিাদার দেিয় ৫টি প্রকল্পরে প্রায় শত কোটি টাকার দুর্নীতি , সরকারি প্রকল্পে র্অথ হরলিুটরে প্রতেিযাগীতা, এডিপি ভুক্ত বলিুপ্ত প্রকল্পে পডিবিএিফ এর ২৫ লক্ষ টাকা গচ্চা,আলোকতি পল্লী সড়ক বাতি প্রকল্পে অর্থের বিনিময়ে ৩য় সর্বনিম্ন  দরদাতাকে কার্যাদেশ প্রদান, বোর্ডের সিদ্ধান্ত ছাড়া ৫০০ কোটি টাকা ঋন পুনঃতফশিলীকরনের মধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি সাধন, অসত্য তথ্য দিয়ে বোর্ডকে বিভ্রান্ত করা, ফৌজদারী মামলায় অভযিুক্ত র্কমর্কতাদরে দায়মুক্তি দেওয়ার অপচষ্টো, অর্থের বিনিময়ে উচ্চতর পদে পদায়ন, প্রশ্নবিদ্ধ তদন্তের মাধ্যমে জাল অভিজ্ঞতার সনদের দোহাই দিয়ে চাকরিচ্যুতি, সরকার কর্তৃক প্রদত্ত প্রনোদনার ৩০০/-কোটি  টাকা নয়ছয় এবং মুখ থুবড়ে পড়েেছ ঋণ র্কাযক্রম প্রায় ৫০০ কোটি টাকা ঋন খেলাপী বৃদ্ধি।

মানববন্ধনে বক্তারা এ সময় ৫ দফা দাবি করেন। ৫ দফা দাবিটি নিম্নে তুলে ধরা হলো।
১। বোর্ড ও মন্ত্রনালয় এর সমন্বয়ে তদন্ত কমিটি গঠনের মাধ্যমে অন্যায়ভাবে চাকরিচ্যুত সকল কর্মকর্তা ও কর্মচারিদের পুনর্বহালের ব্যবস্থা করা।
২। সকল চুক্তিভিত্তিক, দৈনিক ভিত্তিক কর্মীদের চাকরি অনতিবিলম্বে স্থায়ীকরন ব্যবস্থা করা।
৩। দ্রুত পেনশন চালু করা।
৪। শূন্য পদে নিয়োগ ও দ্রুত পদোন্নতির ব্যবস্থা করা।
৫। অন্যায় ও অযৌক্তিভাবে কর্মকর্তা ও কর্মচারিদের উপর নির্যাতন নিপিড়ন বন্ধ করা।


এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ০:১৭:৫৮ ● ১১০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ