নেছারাবাদে ব্রিজে ধাক্কায় ভস্কেগেল সাকুরা পরিবহন, আহত-৫

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে ব্রিজে ধাক্কায় ভস্কেগেল সাকুরা পরিবহন, আহত-৫
বুধবার ● ৩১ আগস্ট ২০২২


নেছারাবাদে ব্রিজে ধাক্কায় ভস্কেগেল সাকুরা পরিবহন, আহত-৫

স্বরূপকাঠি(পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদে সাকুরা পরিবনের একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে ব্রিজের সাথে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে গেছে। এ ঘটনায় বাসের চালক মো.জাফর ও সুপার ভাইজার মো.সুমন সহ ৪/৫ জন যাত্রী আহত হয়েছেন। বুধবার (৩১ আগষ্ট) সকালে স্বরূপকাঠী টু বরিশাল সড়কের কুনিয়ারি নামক স্থানে ঐ দূর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে পাশ্ববর্তী বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সাকুরা পরিবহনের স্বরূপকাঠি কাউন্টারের সুপারভাইজার মোঃ সাজ্জাদ হোসেন জানান, বুধবার সকাল পৌনে ৬ টার দিকে ঢাকা থেকে যাত্রী নিয়ে স্বরূপকাঠির উদ্দেশ্যে আসা সাকুরা পরিবহনের ঢাকা মেট্রো-ব-১১-৫৪৬৩ নম্বরের বাসটি স্বরূপকাঠির কুনিয়ারি বেইল ব্রিজের কাছে আসলে নিয়ন্ত্রন হারিয়ে বাসটি ব্রিজের সাথে ধাক্কা লাগে। তাৎক্ষনিক বাসটির সামনের অংশ ভেঙ্গে দুমড়ে মুচড়ে যায়। তিনি আরও জানান ব্রিজের সাথে বিয়ে বাড়ীর গেটের একটি রঙ্গিন হেলোজেন লাইটের আলো চোখে পড়ায় ওই দূর্ঘটনা ঘটেছে বলে চালক তাকে জানিয়েছেন। দূর্ঘটনার সংবাদ পেয়ে নেছারাবাদ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বাসটিকে সরিয়ে সড়কের পাশে নেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে ওই সড়কে যান চলাচাল স্বাভাবিক রয়েছে।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২২:১৪:৪২ ● ৪০০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ