গোপালগঞ্জে উন্মুক্ত শিক্ষক নিয়োগ পরীক্ষা

প্রথম পাতা » ঢাকা » গোপালগঞ্জে উন্মুক্ত শিক্ষক নিয়োগ পরীক্ষা
রবিবার ● ২৮ আগস্ট ২০২২


গোপালগঞ্জে উন্মুক্ত শিক্ষক নিয়োগ পরীক্ষা

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥

গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় মধ্যপাড়ায় হেমলতা আদর্শ উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরিক্ষা ইউনিয়নের গণ্যমান্য  ব্যক্তিবর্গের উপস্থিতিতে উন্মুক্তভাবে কর্যক্রম সম্পন্ন করা হয়েছে। এমন উন্মুক্ত ও স্বচ্ছ নিয়োগ পরিক্ষা কোথাও দেখেননি বলে অভিমত করছে গণ্যমান্য বক্তিবর্গরা।
শনিবার (২৭ আগষ্ট)  দুপুর ১২ টা ৪০ মিনিটে  লিখিত পরীক্ষা শুরু হয়ে ২টা ৪০ মিনিটে শেষ হয়। এরপর বিকাল সাড়ে ৫ টায় শুরু হয় মৌখিক পরীক্ষা।  সকল কার্যক্রম শেষে মেধাবীকে নিয়োগ দেয় কতৃপক্ষ।
এমন উন্মুক্ত নিয়োগ পরিক্ষা দেখতে ডালনিয়া আইএ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজন কন্তি মল্লিক, ভেন্নাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যরঞ্জন বিশ্বাস,  রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার বিশ্বাস, সাতপাড় দ্বিননাথ গয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজন কৃষ্ণ হালদার, সাতপাড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবীন্দ্রনাথ বিশ্বাস সহ ইউনিয়ন গন্যমান্য আরো অনেকে উপস্থিত থেকে এমন উন্মুক্ত নিয়োগ পরিক্ষাকে স্বাগত জানান।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সুজিত মন্ডল বলেন,  বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক না থাকায় বিধি মোতাবেক একজন সহকারী প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হয়। নিয়োগ নিয়ে যাহাতে কোন প্রশ্ন না থাকে সেজন্য সবার উপস্থিতিতে উন্মুক্ত নিয়োগ পরিক্ষা সম্পন্ন করার উদ্যোগ নিয়েছি।  আজ ইউনিয়নের  সকল গন্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করছি। একজন মেধাবী শিক্ষককে আমরা নিয়োগ দিতে পেরেছি।
সাতপাড় হেমলতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার বিশ্বাস বলেন,  আমদের বিদ্যালয়ে দীর্ঘদিন যাবৎ সহকারী প্রধান শিক্ষক নেই। আমাদের ম্যানেজিং কমিটির সভাপতি সুজিত মন্ডলের সাথে আলোচনা করে নিয়োগ প্রক্রিয়া শেষ করে এলাকার গন্যমান্য মানুষের সামনে আজ উন্মুক্ত নিয়োগ পরিক্ষা শেষ করলাম। আমাদের বিদ্যালয়ের জন্য প্রকৃতপক্ষে একজন মেধাবী শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে।

এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ২৩:০৮:১১ ● ১৯১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ