বাবুগঞ্জে জাতীয় শোক দিবসের আলোচনা সভা

প্রথম পাতা » বরিশাল » বাবুগঞ্জে জাতীয় শোক দিবসের আলোচনা সভা
শুক্রবার ● ২৬ আগস্ট ২০২২


বাবুগঞ্জে জাতীয় শোক দিবসের আলোচনা সভা

বাবুগঞ্জ (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাবুগঞ্জ উপজেলার কেদারপুর  ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগষ্টের  হত্যাযজ্ঞ ও ২০০৪ সালে ২১ আগষ্ট গ্রেনেড হামলা একই সুতোয় গাঁথা। পচাত্তরে ঘাতকরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  সপরিবারে হত্যাযজ্ঞ চালায়। ভাগ্যক্রমে ঐ দিন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশ থাকায় বেঁচে যায়। বেঁচে যাওয়া শেখ হাসিনাকে ২০০৪ সালের ২১ আগষ্ট গ্রেনেড হামলা করে হত্যার মধ্যদিয়ে পাকিস্তানের অনুসারীরা ক্ষমতা চিরস্থায়ী করার পায়তারা করেছিলো। সেদিন মানব ঢালের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে যায়। এখনও বিএনপি-জামায়াত ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আওয়ামীলীগের প্রতিটা কর্মীকে এখন থেকে সজাগ দৃষ্টি রাখতে হবে’। শুক্রবার বিকেলে মধ্য ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে কেদারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আবদুস সালাম হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব আলম মাসুম মৃধার সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম খালেদ হোসেন স্বপন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান  কাজী ইমদাদুল হক দুলাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন , বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আঃ মান্নান হাওলাদার, মোঃ নজরুল ইসলাম হাওলাদার, মোঃ কামাল হোসেন খন্দকার, বাবুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহাবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইকবাল আহমেদ আজাদ, মোঃ জাহাঙ্গীর আকন, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ আমির হোসেন মৃধা, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ আতিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও কেদারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নূরে আলম বেপারী, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও জাহাঙ্গীর নগর ইউপি চেয়ারম্যান মোঃ কামরুল আহসান খান হিমু, উপজেলা আওয়ামী লীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রিফাত জাহান তাপসী।
এসময় আরো উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ আঃ করিম হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ কামাল হোসেন, কেদারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম জোমাদ্দার,কেদারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শিবলুর রহমান বাদল বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম মাস্টার, উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ ফাইজুল হক, মোঃ সোলায়মান, মোঃ নাঈম  প্রমূখ। এছাড়াও বাবুগঞ্জ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের  বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা দোয়া মোনাজাত করা হয়েছে।


এএ/এমআর

বাংলাদেশ সময়: ২২:২৫:৩৫ ● ১৮৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ