বাবুগঞ্জে স্বাধীনতা বিরোধীদের বিচারের দাবিতে মানববন্ধন

প্রথম পাতা » বরিশাল » বাবুগঞ্জে স্বাধীনতা বিরোধীদের বিচারের দাবিতে মানববন্ধন
বৃহস্পতিবার ● ২৫ আগস্ট ২০২২


বাবুগঞ্জে স্বাধীনতা বিরোধীদের বিচারের দাবিতে মানববন্ধন

বাবুগঞ্জ (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

৭১ এর স্বাধীনতাবিরোধী, খুনী, ধর্ষণকারী, লুটপাটকারী, যুদ্ধাপরাধী এবং তাদের সন্ত্রাসী প্রজন্ম কর্তৃক নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে ও তাদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এসময় মীরগঞ্জ ফেরিঘাটে নৈরাজ্য ও যাত্রী হয়রানির প্রতিবাদ জানানো হয়। বৃহস্পতিবার বেলা ১২ টায় বাবুগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর আদর্শের অনুসারীদের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সাবেক ছাত্রলীগ নেতা শেখ মো. ফুয়াদ এর সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা মো. জাহিদুল রহমান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন মো. মাসুম,  মো. রানা,  মো. শাহীনসহ আরো অনেকে। এসময় মানববন্ধনে সভাপতি তাঁর বক্তব্যে বলেন, দেশ অকার্যকর, অস্থিতিশীল,  করার লক্ষ্যে আবারো মাথাচারা দিয়ে উঠেছে স্বাধীনতা বিরোধী ও যুদ্ধ অপরাধীদের উত্তরসূরীরা। এদের লাগাম এখনই টেনে ধরতে হবে। অন্যথায় ৭৫ এর ১৫ আগস্টের পূনরাবৃত্তি ঘটাবে তাঁরা। মানববন্ধনে মীরগঞ্জ ফেরিঘাটে দীর্ঘ দিন যাবৎ চলে আসা নির্যাতন, হয়রানী ও নৈরাজ্য বন্ধে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন তাঁরা।


এএ/এমআর

বাংলাদেশ সময়: ২৩:০২:৩৩ ● ১৩৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ