লটারির মাধ্যেমে রাজউকের ফ্ল্যাটের আইডি পেলেন ৭৯৭ জন

প্রথম পাতা » সর্বশেষ » লটারির মাধ্যেমে রাজউকের ফ্ল্যাটের আইডি পেলেন ৭৯৭ জন
রবিবার ● ৩ মার্চ ২০১৯


---

ঢাকা সাগরকন্যা অফিস॥
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের ‘এ’ ব্লকে লটারির মাধ্যমে ৭৯৭ জন ফ্ল্যাটের আইডি পেয়েছেন। তৃতীয় লটারির মাধ্যমে তারা ফ্ল্যাট আইডি পেলেন। ২৫ ফেব্রুয়ারির মধ্যে যারা চতুর্থ কিস্তির টাকা পরিশোধ করেছেন তাদেরকে লটারির মাধ্যেমে ফ্ল্যাটের আইডি প্রদান করা হয়েছে। রোববার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অডিটোরিয়ামে এ লটারি হয়। র্যানডম মাধ্যেমে লটারিতে ফ্ল্যাটের আইডি পাওয়া ৭৯৭ জনের তালিকা এরইমধ্যে রাজউকের ওয়েব সাইডে পিডিএফ আকারে পাওয়া যাচ্ছে।
ফ্ল্যাটের আইডি প্রদান সংক্রান্ত তৃতীয় লটারি অনুষ্ঠানে রাজউকের চেয়ারম্যান আবদুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন গৃহায়ন ও পূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম, মন্ত্রণালয়ের সচিব শহীদ উল্লা খন্দকার, অতিরিক্ত সচিব আক্তার হোসেন প্রমুখ।
রাজউক জানিয়েছে, উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের ‘এ’ ব্লকে প্রায় ৮৭ একর জমিতে ৭৯টি ১৬ তলা ভবনে এক হাজার ৬৫৪ বর্গফুট আয়তনের ছয় হাজার ৬৩৬টি ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে। এরইমধ্যে ৭৩টি ভবনে ছয় হাজার ১৩২ ফ্ল্যাটের নির্মাণ কাজ শেষ হয়েছে। অবশিষ্ট ৬টি ভবনে ৫০৪টি ফ্ল্যাটের নির্মাণ কাজ চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:৫৪:৩৯ ● ৪২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ