রাস্তা বন্ধ করে হকারদের সমাবেশ, তীব্র যানজট

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » রাস্তা বন্ধ করে হকারদের সমাবেশ, তীব্র যানজট
রবিবার ● ৩ মার্চ ২০১৯


---

ঢাকা সাগরকন্যা অফিস॥
পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধ করার দাবি জানিয়েছে বাংলাদেশ হকার্স ইউনিয়ন। রোববার জাতীয় প্রেসক্লাবের সামনের এক পাশের রাস্তা বন্ধ করে তারা সমাবেশ করে। এতে করে মতিঝিল, গুলিস্তান, পল্টন থেকে শাহবাগে চলাচলকারী সব পরিবহন রাস্তায় আটকা পড়ে। সৃষ্টি হয় তীব্র যানজট।
জানতে চাইলে পথচারী কামরুল বলেন, ‘এমনিতে প্রতিদিন যানজটে বসে থাকতে হয়। আজ (রবিবার)  আবার রাস্তা বন্ধ করে সমাবেশ করছে। এসব দুর্ভোগ কোনদিন যে শেষ হবে, তা আল্লাহই ভালো জানেন।পল্টন পর্যন্ত গাড়ি এসেছে। তারপর হেঁটে যাচ্ছি।’
তিনি বলেন, ‘তারা সমাবেশ করলে প্রেসক্লাবের সামনের ফুটপাতে করতে পারে। রাস্তা বন্ধ করে মানুষের দুর্ভোগ সৃষ্টি করা ঠিক না।’ রাস্তা বন্ধ করে সমাবেশ কেন, জানতে চাইলে হকার্স ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জসিমউদ্দিনবলেন, ‘আমরা দ্রুত সমাবেশ শেষ করার জন্য তাগাদা দিচ্ছি। আযান পড়ে গেছে, নামাজে যেতে হবে।’
এ বিষয়ে শাহবাগ থানার পেট্রোল ইন্সপেক্টর বাশারজানান, ‘বিষয়টি ঊর্ধ্বতন মহলকে জানানো হয়েছে। মূলত লোকসংখ্যা বেশি হওয়ায় রাস্তা বন্ধ হয়ে গেছে। আমরা বিকল্প রাস্তায় গাড়ি চলাচলের ব্যবস্থা করছি।’
এদিকে, সমাবেশে হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সেকান্দার হায়াত বলেন, ‘হকারদেরকে সোমবার (৪ মার্চ) থেকেই বসার ঘোষণা দিতে হবে। যারা হকারদের উচ্ছেদ করছে, তারা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কারণ, প্রধানমন্ত্রী বলেছেন, হকারদের পুনর্বাসন করতে। তারা প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করে উচ্ছেদ করছে। এখন যদি হকারদের বসতে দেওয়া না হয়, তবে পরিস্থিতি যেখানে যাবে, সেটা সরকার নিয়ন্ত্রণ করতে পারবে না। কারণ, হকাররা হরতাল-অবরোধের মতো কর্মসূচি ঘোষণা করবে।’

বাংলাদেশ সময়: ১৩:৫১:০৩ ● ৪০৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ