ফেরত দেওয়া হলো মিয়ানমারের সেই সেনা সদস্যকে

প্রথম পাতা » চট্টগ্রাম » ফেরত দেওয়া হলো মিয়ানমারের সেই সেনা সদস্যকে
রবিবার ● ৩ মার্চ ২০১৯


---

বান্দরবান সাগরকন্যা প্রতিনিধি॥
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আটক মিয়ানমারের এক সেনা সদস্যকে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) কাছে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি)। রোববার দুপুর সাড়ে ১২টায় বান্দরবানের ঘুমধুম সীমান্তের জিরো পয়েন্টে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক শেষে তাকে হস্তান্তর করা হয়।
কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বলেন, রোববার বেলা ১১টায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ঘুমধুম জিরো পয়েন্টের বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি ও বিজিপির মধ্যে পতাকা বৈঠক হয়। বৈঠক শেষে ২৪ জানুয়ারি নাইক্ষ্যংছড়ির ভালুখাইয়া বিওপির সীমান্তে বাংলাদেশের অভ্যন্তর থেকে আটক সেনা সদস্য অং বো বো থিনকে বিজিপির কাছে হস্তান্তর করা হয়।
বাংলাদেশের পক্ষে বিজিবির ৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কক্সবাজার ৩৪ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ ও মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর বিজিপির ৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কেউ উইং লিং।

বাংলাদেশ সময়: ১৩:৪৫:২১ ● ৪৩৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ