বঙ্গোপসাগরে ট্রলার ডুবি চরফ্যাশনের ৪ট্রলারের ৭১জেলে নিখোঁজ

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » বঙ্গোপসাগরে ট্রলার ডুবি চরফ্যাশনের ৪ট্রলারের ৭১জেলে নিখোঁজ
শনিবার ● ২০ আগস্ট ২০২২


চরফ্যাশনের ৪ট্রলারের ৭১জেলে নিখোঁজ

চরফ্যাশন(ভোলা)সাগরকন্যা প্রতিনিধি॥

উত্তাল বঙ্গোপসাগরে চরফ্যাশন উপজেলার ৩ইউনিয়নে ৪টি মাছধরার ট্রলারের ৭১জেলে নিখোঁজের সংবাদ পাওয়া গেছে। এ রিপোর্ট লেখাপর্যন্ত তাদের কোন সন্ধান মেলেনি।
তথ্য সূত্রে জানাযায়, ১৯ আগষ্ট দুপুর থেকে আহম্মদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্র্ডের মোঃ রাসেল মাঝি, ৭নং ওয়ার্ডের রিপন মাঝি মাছধরার ট্রলারে মোট ২৯জন নিখোঁজ হয়। ১৮আগষ্ট বিকাল থেকে উপজেলার জাহানপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শফিউল্লাহ মাঝি, ১৪জন, ৯নং ওয়ার্ডের খোকন মাঝির ১৬জন জেলের হদিস পাওয়া যায়নি। চরকুকরিমুকরি ইউনিয়নের নাছির মোল্লা মাঝি ১২জেলে নিয়ে নিখোঁজ রয়েছেন বলে ইউপির চেয়ারম্যান আবুল হাসেম মহজান জানিয়েছেন।
আহম্মদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নিখোঁজ জেলের মা ইয়ানুর বেগম বলেন, আমার দুই ছেলে রুবেল(২৫) ও জুবেল(২০) ১৯ আগষ্ট দুপুর থেকে খোঁজ পাওয়া যায়নি। তারা  রিপন মাঝির ট্রলারে ছিলেন।
আহম্মদপ্রু গ্রামের বাচ্চু পলোয়ান বলন, মেঘ ভাষান ও হাজীরহাটের রাস্তার মাথা থেকে প্রায় ৩০টি মাছধরার ট্রলার গিয়েছে। সকল ট্রলার ঘাটে আসলেও ২টি ট্রলার মাছঘাটে আসেনি। তাদের কোন খোঁজ পাওয়া যায়নি। তবে তাদের ট্রলার ডুবে গিয়েছে বলে সংবাদ পাওয়া গেছে।
জাহানপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আলী আকবর ফরাজী বলেন, আমাদের এলাকার শফিউল্যাহ মাঝি ও খোকন মাঝির মাছধরা ট্রলার দুটি নিখোঁজ রয়েছে। তাদের ট্রলারে ৩০জন জেলে ছিল।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার বলেন, চরকুকরি মুকরির ১টি ও হাজারীগঞ্জের ২টি ট্রলার পাওয়া যায়নি এমন তথ্য আমার কাছে রয়েছে।
শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবদুল মতিন খান বলেন, মোট ১৩টি ট্রলারের মধ্যে ১০টির সন্ধান পাওয়া গেছে। বাকী ৩টির খোঁজ পাওয়া যায়নি। তাদেরকে উদ্ধারের জন্যে উপজেলা প্রশাসন, চরমানিকার কোস্টগার্ড, নৌ-পুলিশ ও থানা পুলিশের চেষ্টা অব্যহত রেখেছেন।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২১:০১:৩৫ ● ২০৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ