চরফ্যাশনে হুমকীর মুখে মেঘনার বেড়ীবাঁধ

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » চরফ্যাশনে হুমকীর মুখে মেঘনার বেড়ীবাঁধ
শুক্রবার ● ১৯ আগস্ট ২০২২


চরফ্যাশনে হুমকীর মুখে মেঘনার বেড়ীবাঁধ

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

চরফ্যাশন উপজেলার প্রমত্তা মেঘনাপাড়ের হাজারীগঞ্জ চরফকিরা এলাকা নামক স্থানে বেড়ীবাঁধ হুমকীর মুখে পড়েছে। যে কোন সময় বেড়ীবাঁধ দিয়ে পানি প্রবেশ করে ৩টি ইউনিয়ন তলিয়ে যাওয়ার আশংকা রয়েছে।
জানাযায়, শুক্রবার সকালে মেঘনার উত্তাল ঢেউয়ে এবং আবহাওয়ার ৩নম্বার সকর্ত করণের ফলে জোয়ারের ও বাতাসের আদ্রতায় বেড়ীবাধঁ ভেঙে পড়ার আশংকা রয়েছে। বাঁধের ৯০ভাগ ভেঙে গেছে ১০ভাগ বাকী রয়েছে। যে কোন সময় ভেঙে হাজারীগঞ্জ, জাহানপুর, চরমাদ্রাজ ইউনিয়ন হুমকীর মধ্যে রয়েছে।
স্থানীয় হাজারীগঞ্জ গ্রামের লোকমান হোসেন বলেন, চরফকিরা গ্রামের খেজুরগাছিয়া নামক স্থান দিয়ে বাঁধটি বারোআনা ভেঙ্গে গেছে ৪আনা আছে। হুমকীর মুখে রয়েছে। পানিউন্নয়ণ বোর্ড ব্যবস্থা গ্রহণ না করলে বড়ধরণের ক্ষতি হবে।
উপজেলা পনিউন্নয়ণ বোর্ড ডিভিশন-২ উপ-বিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান বলেন, আমরা জেনেছি সেখানে লোক পাঠানো হয়েছে। ব্যবস্থা নেয়া হচ্ছে।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২৩:২৪:৫০ ● ১৮৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ