বাবুগঞ্জে আ’লীগের প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ

প্রথম পাতা » বরিশাল » বাবুগঞ্জে আ’লীগের প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ
বুধবার ● ১৭ আগস্ট ২০২২


বাবুগঞ্জে আ’লেিগর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

বাবুগঞ্জ (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

১৭ আগস্ট সারাদেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। বুধবার সকাল ১১টায় রহমতপুর বাজার থেকে বিক্ষোভ মিছিল টি শুরু হয়ে ঢাকা বরিশাল মহাসড়কের রহমতপুর ব্রীজ এলাকা প্রদক্ষিণ করে।  বিক্ষোভ শেষে রহমতপুর বাসস্ট্যান্ডে  প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম খালেদ হোসেন স্বপনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, সহ সভাপতি মোঃ মোস্তফা কামাল চিশতি। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, মোঃ কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুদ করিম লাভলু, জাহাঙ্গীর আকন, সাংগঠনিক সম্পাদক মোঃ হাসানুর রহমান খান, আবু সুফিয়ান, দপ্তর সম্পাদক পরিতোষ চন্দ্র পাল, সহ দপ্তর সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম পিন্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মোস্তাক আহমেদ রিপন, সমাজকল্যাণ সম্পাদক মোসাঃ রিফাত জাহান তাপসী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ আঃ করিম হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ দেলোয়ার হোসেন, মোঃ মাসুম রেজা, মোঃ রফিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা ওবায়দুল হক জুয়েল, কাজী ইয়াসির আরাফাত সোহেল, জহিরুল ইসলাম মুরাদসহ উপজেলা এবং ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ২০০৫ সালে জামাত-বিএনপি সরকারের মদদে জঙ্গী গোষ্ঠী একযোগে ৬৩টি জেলায় সিরিজ বোমা হামলা করে এদেশকে আফগানিস্তান বানানোর যে ষড়যন্ত্র করেছিল বর্তমান আওয়ামী সরকার ক্ষমতায় সেসব জঙ্গী গোষ্ঠীকে কঠোর হাতে দমন করার ফলে দেশের সকল ধর্মে মানুষ শান্তিতে বসবাস করছে। ভবিষ্যতেও এসব জঙ্গীগোষ্ঠীর বিরুদ্ধে সজাগ থাকার জন্য দলের সকল প্রকার নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়। তারেক জিয়া লন্ডনে বসে এসব সন্ত্রাসী সংগঠনগুলোর কলকাঠী নাড়ছে। তারেক জিয়া বিদেশে বসে যে সপ্ন দেখছেন তা এদেশের মানুষ কখনো সত্যি হতে দেবে না।


এএ/এমআর

বাংলাদেশ সময়: ২১:৪৩:০২ ● ১৪৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ