বঙ্গোপসাগরে ফের সুস্পষ্ট লঘুচাপপটুয়াখালী পৌর শহরসহ চর ও নিম্মাঞ্চল প্লাবিত

প্রথম পাতা » পটুয়াখালী » বঙ্গোপসাগরে ফের সুস্পষ্ট লঘুচাপপটুয়াখালী পৌর শহরসহ চর ও নিম্মাঞ্চল প্লাবিত
রবিবার ● ১৪ আগস্ট ২০২২


পটুয়াখালী পৌর শহরসহ চর ও নিম্মাঞ্চল প্লাবিত

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট ফের সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে পটুয়াখালীতে ভোর রাত থেকে টানা মাঝারী হতে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। মাঝে মাঝে বইছে মৃদ থেকে মাঝারী দমকা হাওকা। পূর্নিমার জোয়ের প্রভাবে পায়রা, আগুনমুখা, তেতুলিয়া, বুড়াগৌরাঙ্গ, রাবনাবাঁধ, অন্ধারমানিকসহ বিভিন্ন নদ-নদীর পানি স্বাভাবিকের চেয়ে ২-৪ ফুট বৃদ্ধি পেয়েছে। এরফলে বেড়িবাঁধের বাইরে থাকা বিস্তীর্ন নি¤œাঞ্চল, চরাঞ্চল প্লাবিত হয়েছে।
এছাড়া অরক্ষিত বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি প্রবেশ করে পালাবিত হয়েছে রাঙ্গাবালী উপজেলার মধ্য চালিতাবুনিয়া, গরু ভাঙ্গা, চিনাবুনিয়া, চর আন্ডা, কোড়ালিয়া লঞ্চঘাট, কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়ন ও চম্পাপুর ইউনিয়নের প্রায় ১৭টি গ্রাম। দু’দফা জোয়ারে পানি বন্দী হয়ে পড়েছে প্রায় ১৫ হাজার মানুষ। তলিয়ে গেছে শত শত হেক্টর ফসলী জমি। ভেসে গেছে বেশ কিছু ঘের ও পুকুরের মাছ। এতে বড় ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা।
এদিকে শহর রক্ষা বাঁধ অকার্যকর হওয়ায় জেয়ারের পানিতে প্লাবিত হয়েছে পটুয়াখালী পৌরশহরের নিউ মার্কেট, চরপাড়া, এসডিও রোড, মহিলা কলেজ রোড, পুরান বাজারসহ বিভিন্ন এলাকা। বৃষ্টির পানি জমে অপেক্ষাকৃত নিচু এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে ভ্রম্যান বেদে সম্প্রদায়সহ শ্রমজীবি মানুষ।
কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকায় গত এক সপ্তাহ ধরে খাপড়াঙ্গা নদীসহ বিভিন্ন নদ-নদীর মোহনার ছোট খালে নিরাপদ আশ্রয় নিয়েছে সকল মাছধরা ট্রলার। পায়রাবন্দর সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে এফবি আনোয়ার, এফবি সুজন ও এফবি নিশাত নামের তিনটি ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ ১০ জেলের এখনও কোন খবর পাওয়া যায়নি।
আবহাওয়া অফিস সূত্র জানায়, আরও কয়েকদিন বিরাজ করতে এমন বৈরি আবহাওয়া। এদিকে বৈরি এ আবহাওয়ায় উপকূলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

জেধার/এমআর

বাংলাদেশ সময়: ২২:৫৫:৫৭ ● ১৩৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ