নেছারাবাদে সন্ধ্যানদীর জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে সন্ধ্যানদীর জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
রবিবার ● ১৪ আগস্ট ২০২২


নেছারাবাদে সন্ধ্যানদীর জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদের সন্ধ্যানদীতে অস্বাভাবিক জোয়ারের পানিতে উপজেলার চামী, ডুবি, গগন, উড়িবুনিয়া, কৌরিখাড়া, কামারকাঠি, জলাবাড়ি, ব্যাসকাঠি, নান্দুহার, স্বরুপকাঠী পৌরসভার দু-একটি ওয়ার্ডসহ নদী তীরবর্তী বিভিন্ন গ্রামের বিস্তীর্ন এলাকার নিম্নাঞ্চল
প্লাবিত হয়েছে।
পুর্ণিমার প্রভাব ও নিন্ম চাপে রবিবার দুপুর থেকে সন্ধ্যানদীর পানি প্রায় ৩/৪ ফুট বেড়ে যাওয়া এ অবস্থার সৃষ্টি হয়েছে। জোয়ারের পানিতে ভেসে গেছে পুকুর ও মাছের ঘের। তলিয়ে গেছে আমনের বীজতলা। এতে ক্ষতির আশংকা করছেন চাষীরা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে পড়েছে জোয়ারের পানি। বাড়ির আঙ্গিনা ও বসতঘরে পানি ঢুকে পড়ায় বিপাকে পড়েছে নিম্নাঞ্চলের মানুষজন। রাস্তাঘাটসহ বিস্তীর্ণ এলাকা তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছে হাজার হাজার মানুষ । এমন চিত্র আরও দু-এক দিন থাকতে পারে বলে সাধারণ মানুষের ধারণা।


আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২২:০২:৫৬ ● ১১৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ