নেছারাবাদে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা
বৃহস্পতিবার ● ১১ আগস্ট ২০২২


নেছারাবাদে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদ উপজেলা প্রশাসন ও ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন এবং আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ আগষ্ট) সকালে উপজেলা হলরুমে যৌথ আয়োজনে ওই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহি অফিসার মোঃ মোশারেফ হোসেন এর সভাপতিত্বে, অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, সহকারি কমিশনার (ভূমি) তাপস পাল, উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ ফিরোজ কিবরিয়া, অফিসার ইনচার্জ আবির মোহাম্মদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রনি দত্ত জয়, মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস জাহান, প্রানী সম্পদ কর্মকর্তা তাপস কুমার ঘোষ, শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. আব্দুস ছালাম, স্বরূপকাঠী প্রেসকøাব সভাপতি মো. নজরূল ইসলাম প্রমুখ। ব্র্র্যাক এসোসিয়েট অফিসার (সেলপ) মো. হাবিবুর রহমান এর সঞ্চালনায়, ব্র্র্যাক জেলা সমন্বয়কারী জনাব বিভাঞ্জন বিশ্বাস সভায় বাল্যবিয়ের কুফল ও প্রতিরোধের চ্যালেঞ্জের ধাপ সমূহ এবং ভবিষ্যত কর্মকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসনের সাথে ব্র্র্যাকের সমন্বয় সাধন করা হয়। সভায় বাল্যবিয়ে প্রতিরোধে বিভিন্ন পরিকল্পনা গ্রহনের করা হয়।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২০:০৯:৫৩ ● ১৪৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ