কলাপাড়ায় যুক্তরাজ্য প্রবাসী লেখকের বইয়ের মোড়ক উম্মোচন

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় যুক্তরাজ্য প্রবাসী লেখকের বইয়ের মোড়ক উম্মোচন
রবিবার ● ৭ আগস্ট ২০২২


কলাপাড়ায় যুক্তরাজ্য প্রবাসী লেখকের বইয়ের মোড়ক উম্মোচন

কলাপাড়া(পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

যুক্তরাজ্য প্রবাসী লেখক মঞ্জুর আহমেদ’র একত্রে প্রকাশিত তিনটি বইয়ের মোড়ক উম্মোচন করা হয়েছে। রবিবার (৭ আগস্ট) বেলা ১১টায় কলাপাড়ার তুলাতলী মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিশিস্ট শিক্ষানুরাগী সমাজ সেবক রুহুল আমীন হাওলাদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিধি থেকে এ বইয়ের মোড়ক উম্মোচন করেন শহীদ সিপাহী আবদুল মোতালেব (ইপিআর) বির বিক্রমের সহর্ধমিনী মোসাম্মৎ মাজেদা বেগম। সাংবাদিক জাহিদ রিপনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন তুলাতলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, কলাপাড়া উপজেলা আ.লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান টিকলু, অবৃতিকার সীমান্ত সোহেল, যুক্তরাজ্য প্রবাসী পাপড়ি বেগম।

শুভেচ্ছা বক্তব্যে লেখক মঞ্জুর আহমেদ তার প্রকাশিত কাব্যগ্রন্থ অভিমানী, স্মৃতির পাতায় লেখা এবং রম্য গ্রন্থ শতরঙে রম্য বইয়ের লেখার স্মৃতিচারন করেন বলেন, প্রবাসী জীবন খুবই পরিশ্রমের জীবন। কাজের ফাঁকে ফাকেঁ তিনি বইয়ের পান্ডুলিপি তৈরি করেছেন। প্রতিটি তিনি এদশের মাটি ও মানুষের অব্যক্ত কথাসহ নিজের জীবনের ঘটে যাওয়া তুলে ধরেছেন বলে জানান। বই তিনটি প্রকাশের জন্য তিনি তৃনলতা প্রকাশনীকে ধণ্যবাদ জানান।

জেধার/এমআর

বাংলাদেশ সময়: ১৭:২৯:৪৪ ● ১৪৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ