চরফ্যাশনে ১৩জেলের জরিমানা, ৫হাজার মিটার জাল পুড়িয়েছে

প্রথম পাতা » ভোলা » চরফ্যাশনে ১৩জেলের জরিমানা, ৫হাজার মিটার জাল পুড়িয়েছে
রবিবার ● ৩ মার্চ ২০১৯


চরফ্যাশন তেতুলিয়া নদীতে অভিযান চালিয়ে জরিমানা ও জাল পুড়িয়ে দিয়েছে ভ্র্যাম্যমান আদালত

চরফ্যাশন সাগরকন্যা প্রতিনিধি॥
চরফ্যাশন মেঘনা ও তেতুলিয়া নদীতে অভয়শ্রামের দ্বিতীয় দিন অভিযান চালিয়েছেন উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। তেতুলিয়া নদীতে অভিযান চালিয়ে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ১৩ জেলেকে ৫হাজার টাকাসহ মোট ৬৫হাজার টাকা জরিমানা করা হয়েছে। নদীতে থাকা অবৈধ ৫হাজার মিটার জাল পুড়িয়ে দিয়েছে ভ্র্যাম্যমান আদালত। চরফ্যাশন নির্বাহী ম্যাজিষ্ট্রট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন। মৎস্য অফিসের অফিস সহকারী আব্বাস উদ্দিন বলেন, আমাদের এই অভিযান ৩০ এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকবে। মেঘনা ও তেতুলিয়া নদীতে ঝাটকা ইলিশসহ ছোট ছোট মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। ইলিশ বড় হওয়াসহ বিদেশী রপ্তানীতে বাংলাদেশ আয় বৃদ্ধি পেয়েছে। ফলে সরকারের মৎস্য বিভাগ এই অভিযানের উপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। অভিযানের প্রথম দিন ১ মার্চ মেঘনা নদীর বেতুয়া ঘাটে অভিযান চালিয়ে এক জেলের ৫হাজার টাকা জরিমানা, ২ টি নৌকা ৭হাজার টাকা নিলাম ও ১ হাজার মিটার জাল পুড়িয়ে দিয়েছে ভ্র্যাম্যমান আদালত।

বাংলাদেশ সময়: ১২:৪৪:৪৫ ● ৫১৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ