ছাতক(সুনামগঞ্জ) সাগরকন্যা প্রতিনিধি॥
সুনামগঞ্জের ছাতকে শফিক হত্যাকান্ডের প্রধান আসামী জামাল উদ্দিন কে সিলেটের বিশ্বনাথ থেকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সে উপজেলার কালারুকা ইউপির কালারুকা পুর্বপাড়া গ্রামের মৃত আনিছ আলীর পুত্র। গত শনিবার সকালে সুনামগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামী জামাল উদ্দিন শফিক হত্যাকান্ডের দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আদালতে। কলা গাছের তোড় কাটা নিয়ে প্রতিপক্ষের লোকজন মারপিট করে হত্যা করেন শফিককে। গত ১৪ জুলাই সকালে উপজেলার কালারুকা ইউনিয়নের কালারুকা পূর্বপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। হত্যার পর থেকে ঘটনার মুলহোতা জামাল উদ্দিন দীর্ঘ ২১দিন আতœগোপনে পালিয়ে ও রক্ষা পায়নি।
গত বৃহস্পতিবার রাতে ওসি মাহবুবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ও বিশ্বনাথ থানার পুলিশের যৌথ অভিযান চালিয়ে উপজেলার খাঞ্জাজি ইউপির নোয়ারাই গ্রামের শামীম মিয়ার বাড়ি থেকে জামাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে দু থানার পুলিশ।
এ হত্যাকান্ডের ঘটনায় নিহতের স্ত্রী জাহানারা বেগম বাদী হয়ে ১৬ জুলাই গভীব রাতে জামাল উদ্দিনকে প্রধান আসামী করে খালেদ মিয়ার স্ত্রী সেনুমালা বেগমসহ ৫ জনের নামে একটি হত্যার মামলা দায়ের করেন। এ হত্যাকান্ডের মুলহোতা জামাল উদ্দিন ও খালেদ মিয়ার স্ত্রী সেনুমালা বেগমকে পুলিশ গ্রেফতার করেন। অন্য ৩ জন আসামী পলাতক রয়েছে।এদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ১৪ জুলাই বাড়ির সীমানায় একটি কলাগাছের তোড় কাটা নিয়ে সফিক মিয়ার ও তার ভাতিজা খালেদ মিয়ার স্ত্রীর সঙ্গে ঝগড়া বাধে। এ ঝগড়ার জের ধরে সফিক মিয়ার উপর প্রতিপক্ষের লোকজন দেশী অস্ত্র নিয়ে অতকিত হামলা চালায়। এ হামলায় গুরুতর আহত সফিক মিয়াকে (৫০)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। উপজেলার কালারুকা ইউপির পুর্ব কালারুকা গ্রামের নিহত শফিক মিযার বাড়িতে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম)মোঃ সুমন মিয়া এ ঘটনাস্থল পরিদশন করেন। এ হত্যাকাণ্ডের সঠিক তদন্ত ও নিহত পরিবারদের জন্য উপহার ও খাদ্য সামগ্রী বিতরন করেছেন অতিরিক্ত পুলিশ। এ সময় নিহত পরিবার ও এলাকাবাসীকে আশ্বাত করে বলেন সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি দেয়ার প্রতিশ্রুতি দেয়ার পর হত্যাকান্ডের মুলহোতা জামাল উদ্দিনকে পুলিশ গ্রেপ্তার করল।
এব্যাপারে মামলার তদন্তকারি এস আই মোশারফ হোসেন এ হত্যাকান্ডে ঘটনার মুলহোতা আসামীকে গ্রেপ্তারে সত্যতা নিশ্চিত করে বলেন এ হত্যাকান্ডে জামাল উদ্দিন ও খালেদ মিয়ার স্ত্রী সেনুমালা বেগমকে গ্রেফতার হলে ও অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এব্যাপারে ওসি মাহবুবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন হত্যাকান্ডে মুলহোতা জামাল উদ্দিনকে গ্রেপ্তার করে গত শুত্রুবার সকালে থানা থেকে আসামীকে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
গত শনিবার সকালে এ বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মোশারফ হোসেন।
এএমএল/