নাজিরপুরে প্রতিমা ভাংচুরের অভিযোগ!

প্রথম পাতা » পিরোজপুর » নাজিরপুরে প্রতিমা ভাংচুরের অভিযোগ!
শনিবার ● ৬ আগস্ট ২০২২


নাজিরপুরে প্রতিমা ভাংচুরের অভিযোগ!

পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের নাজিরপুরের শাঁখারীকাঠী ইউনিয়নের গিলাতলা গ্রামের একটি মন্দিরের দু’টি প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায়   শনিবার (০৬ আগস্ট) সকালে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার থান্ডার খাইরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ আল সাদীদ, জেলা ও উপজেলা পুজা উদযাপন পরিষদের নেতারা ঘটনাস্হল পরিদর্শন  করেন। ঘটনাটি ঘটেছে ওই গ্রামের সুনিল বেপারীর বাড়ি সংলগ্ন কালি ও শিতলা মন্দিরে। পরে স্হানীয়দের  উদ্যোগে ভাঙ্গা প্রতিমাগুলো কাপড় দিয়ে আবৃত করে রাখা হয়েছে।
ওই  মন্দিরের ভক্ত  স্হানীয় কাকন বড়াল (৪০) জানান, তিনি প্রতিদিনের ন্যায়  শনিবার সকাল ৯টার দিকে ওই মন্দিরে প্রনাম করতে যান। তখন   মন্দিরে থাকা কালি ও শিতলার প্রতিমা ভাঙ্গা দেখেন। পরে স্হানীয় স্কুল শিক্ষক রতন হালদারকে বিষয়টা জানান।
স্কুল শিক্ষক রতন হালদার জানান, প্রতিমা ভাংচুরের খবর পেয়ে সেখানে গিয়ে  থানা পুলিশকে খবর দেই। গত শুক্রবার (০৫ আগস্ট) রাতের  আঁধারে  অজ্ঞাত দুর্বৃত্তরা  তা ভেঙ্গেছে। এ ব্যাপারে  আমাদের পক্ষ থেকে  নির্দিষ্ট কারো উপর কোন অভিযোগ নাই।
থানার অফিসার ইন চার্জ (ওসি)  মো. হুমায়ুন কবির জানান, স্হানীয়দের দেয়া তথ্যে সেখানে গিয়ে প্রতিমা পড়ে থাকতে দেখা দেখি । বিষয়টি নিয়ে তদন্ত চলছে।


আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৫৫:৫৬ ● ১৫৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ