পটুয়াখালীতে ডিজিটাল সার্ভে পাইলট প্রোগ্রাম উদ্বোধন

প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে ডিজিটাল সার্ভে পাইলট প্রোগ্রাম উদ্বোধন
বুধবার ● ৩ আগস্ট ২০২২


পটুয়াখালীতে ডিজিটাল সার্ভে পাইলট প্রোগ্রাম উদ্বোধন

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥

বাংলাদেশ ডিজিটাল সার্ভে (বিডিএস) পাইলট প্রোগ্রাম পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নে শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩ আগষ্ট) দুপুরে বাংলাদেশ ভূমি মন্ত্রণালয়ের আয়োজনে এবং পটুয়াখালী জেলা প্রশাসনের সহযোগিতায় পটুয়াখালীতে বাংলাদেশ ডিজিটাল সার্ভে (বিডিএস) পাইলট প্রোগ্রাম শুভ উদ্বোধন করেন ভুমি মন্ত্রী সাইফুজ্জামান এমপি।
ভ’মি মন্ত্রণালয়ের সচিব মো: মোস্তাফিজুর রহমান পিএএ এর সভাপতিত্বে এবং জেলা প্রশাসক মোহাম্মাদ কামাল হোসেনের সঞ্চালনে উপস্থিত ছিলেন ভ’মি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো: মোয়াজ্জেম হোসেন, প্রকল্প পরিচালক এটি ম নাসির মিয়া, বরিশাল বিভাগের সহকারী বিভাগীয় কমিশনার মো: ওয়াহেদুর রহমান, সংরক্ষিত মহিলা সাংসদ অধ্যাপিকা কাজী কানিজ সুলতানা হেলেন, পুলিশ সুপার মোহাম্মাদ শহীদুল্লাজ পিপিএম, জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীরসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগন, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুধীজন।

বাংলাদেশ ভ’মি জরিপ অধিদপ্তর প্রকল্পের গৃহায়ণ সার্ভে লিমিটেডের সহযোগিতায় পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নে ৪৯১ একর জমির বাংলাদেশ ডিজিটাল সার্ভে (বিডিএস) পাইলট প্রোগ্রাম প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১ হাজার ২১৩ কোটি ৫৫লক্ষ টাকা।


জেআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:৪৭:৩৭ ● ২০৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ