কলাপাড়ায় দেশি পাট-৮ জাতের আবাদ বৃদ্ধিতে মাঠ দিবস

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় দেশি পাট-৮ জাতের আবাদ বৃদ্ধিতে মাঠ দিবস
মঙ্গলবার ● ২ আগস্ট ২০২২


কলাপাড়ায় দেশি পাট-৮ জাতের আবাদ বৃদ্ধিতে মাঠ দিবস

কলাপাড়া(পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

পটুয়াখালীতে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত বিজেআরআই দেশি পাট-৮ জাতের জনপ্রিয়করন শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। জুট ফার্মিং সিস্টেম বিভাগ ও পাট গবেষণা উপকেন্দ্র কলাপাড়ার যৌথ আয়োজনে মঙ্গলবার কুয়াকাটার খাজুরায় অনুস্টিত হয় এ মাঠ দিবস। পাট গবেষনা ইনস্টিটিউটের প্রধাান বৈজ্ঞামিক কর্মকর্তা ড. লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. নাসির উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন পাট গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. একেএম শাহাদৎ হোসেন, পাট গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ শাহাদত হোসেন, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক একেএম মহিউদ্দিন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন পাট গবেষণা ইনস্টিটিউট কলাপাড়ার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা তপন কুমার।

এসময় বক্তারা বলেন, খরিপ-১ মৌসুমে জেলার উপকূলীয় এলাকায় অনেক জমি পতিত পরে থাকে। এসব জমিতে লবন সহিষ্ণু বিজেআরআই দেশি পাট-৮ জাতের চাষস করলে কৃষক লাভবান হবে। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কৃষখদের এ জাতের পাট চাষে সহযোগিতাসহ বীজ দিয়ে সহায়তা করছে। নিয়মিত মাঠ পর্যায়ে পরামর্শ দিচ্ছে।

পরে উপস্থিত কৃষকদের নিয়ে বিজেআরআই দেশি পাট-৮ জাতের বেশ কয়েকটি প্রদর্শনী প্লট পরিদর্শন করা হয়। মাঠ দিবসের এ কর্মশালায় প্রায় শতাধিক প্রান্তিক চাষী অংশগ্রহন করে।

জেধার/এমআর

বাংলাদেশ সময়: ২১:৪৩:৫৯ ● ১৫০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ