উপজেলা নির্বাচন ভোলার ছয় উপজেলায় আ’লীগের মনোনয়ন চূড়ান্ত

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » উপজেলা নির্বাচন ভোলার ছয় উপজেলায় আ’লীগের মনোনয়ন চূড়ান্ত
শনিবার ● ২ মার্চ ২০১৯


---

ভোলা সাগরকন্যা প্রতিনিধি॥
চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোলার ৬টি উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। আগামী ৩১ মার্চ এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শুক্রবার (০১ মার্চ) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এসব উপজেলায় দলীয় চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে দলের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকা অনুযায়ী ভোলার ৬টি উপজেলায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা হলেন- ভোলা সদর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন। দৌলতখান উপজেলা পরিষদেও বর্তমান চেয়ারম্যান মনজুর আলম খান। তজুমদ্দিন উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ ফজলুল হক দেওয়ান। লালমোহন উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমদ। চরফ্যাশন উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন। মনপুরা উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান সেলিনা আকতার চৌধুরী।
সভায় আরও উপস্থিত ছিলেন-দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, আব্দুর রাজ্জাক, ফারুক খানসহ দলের সিনিয়র নেতারা।
জানা গেছে, আগামী ৩১ মার্চ চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৪ মার্চ, বাছাই ৬ মার্চ। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৩ মার্চ। চরফ্যাশন উপজেলা পরিষদের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্জ জয়নাল আবেদীন আখন বলেন, ইতিপূর্বে তৃণমূল নেতাকর্মীদের ভোট নেয়া হয়েছে। ওই ভোটে আমি বিপুল ভোটের ব্যবধানে যাচাই বাছাই পর্বে চেয়ারম্যান হিসাবে দল আমাকে নির্ধারণ করেছেন।

বাংলাদেশ সময়: ১২:৫৮:১৫ ● ৫৭৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ