পবিপ্রবিতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

প্রথম পাতা » পটুয়াখালী » পবিপ্রবিতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
বৃহস্পতিবার ● ২৮ জুলাই ২০২২


পবিপ্রবিতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

দুমকি (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধু’র বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ পালিত হয়েছে। মাৎস্যবিজ্ঞান অনুষদের আয়োজনে বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে একাডেমিক ভবনের সামনে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। পরে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র‌্যালি শেষে নীলকমল লেকে মাছের পোনা অবমুক্ত করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। এ সময় উপস্থিত ছিলেন মাৎস্য বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এ বি সিদ্দিক, মোঃ আনিসুর রহমান তালুকদার, উপ-পরিচালক, মৎস্য অধিদপ্তর, বরিশাল বিভাগ, মোঃ কামরুল ইসলাম, উপ-পরিচালক, সাসটেইনাবল কোস্টাল ও মেরিন ফিশারিজ প্রকল্প, বরিশাল বিভাগীয় অঞ্চল, মোঃ আজহারুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা, পটুয়াখালীসহ মাৎস্যবিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা, ছাত্র ছাত্রী ও কর্মচারীবৃন্দ।
একই সময় সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, আমরা আজ খাদ্যশস্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জণ করেছি, মাছ উৎপাদনেও স্বয়ংসম্পূর্ণতা অর্জণ করেছি। এছাড়াও মাংস ডিম উৎপাদনেও স্বয়ংসম্পূর্ণতা অর্জণ করেছি যার মুলে রয়েছে কৃষিবিদদের অবদান। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী এক ইঞ্চি জায়গা ফেলে রাখা যাবে না। সে প্রেক্ষিতে অত্র এলাকায় সকল ডোবা-নালা-পুকুর ও জলাশয় মৎস্য চাষের আওতায় আনতে হবে। বেশি বেশি মৎস্য উৎপাদন করে আমাদের রপ্তানি আয় বাড়াতে হবে। এছাড়া মানুষের আমিষের চাহিদা পূরণ কল্পে মৎস্য প্রক্রিয়াজাতকরণ বিষয়ে গবেষণা করতে হবে।

এমআর

বাংলাদেশ সময়: ০:১৩:০১ ● ২২৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ